‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি কোন ঘটনার প্রেক্ষিতে রচিত?
A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
গ্রামীণ সমাজ ও প্রকৃতি
D
গণঅভ্যুত্থান
উত্তরের বিবরণ
‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে রচিত এবং এর রচয়িতা শওকত ওসমান, যিনি একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
শওকত ওসমান:
-
জন্ম: ১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান; সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
-
উপন্যাসসমূহ:
-
জননী (প্রথম প্রকাশিত)
-
চৌরসন্ধি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাঙ্গী
-
জাহান্নম হইতে বিদায়
-
-
নাটক:
-
তস্কর লস্কর
-
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
-
আমলার মামলা
-
কাঁকর মণি
-
বাগদাদের কবি
-
-
গল্পগ্রন্থ:
-
ঈশ্বরের প্রতিদ্বন্দী
-
পিঁজরাপোল
-
জন্ম যদি তব বঙ্গে
-

0
Updated: 9 hours ago