কোন নাটকটি সেলিম আল দীনের?
A
মুনতাসীর ফ্যান্টাসী
B
পায়ের আওয়াজ পাওয়া যায়
C
কবর
D
বহুব্রীহি
উত্তরের বিবরণ
স্বৈরশাসনকে ব্যঙ্গ করে সেলিম আল দীন রচনা করেন ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকটি।
- হাস্যরসের মাধ্যমে তিনি দেখিয়েছেন সেনা ও স্বৈরশাসকেরা দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সঙ্গে শুভবোধ ও সংস্কৃতিকেও ধ্বংস করে৷
অন্যদিকে,
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- 'কবর' নাটকের রচয়িতা- অধ্যাপক মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
------------------------
• সেলিম আল দীন:
- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার হলেন সেলিম আল দীন।
- তাঁর প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
• তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি?
Created: 1 week ago
A
একুশে ফেব্রুয়ারি
B
আরেক ফাল্গুন
C
কবর
D
নিষিদ্ধ লোবান
কবর নাটক (মুনীর চৌধুরী)
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন। (ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক)
-
রচনার সময়: ১৯৫৩ সালে, জেলে বন্দি অবস্থায়।
-
প্রেক্ষাপট: ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে গ্রেফতার → জেলে বন্দি অবস্থায় রচনা।
-
অনুপ্রেরণা: বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত তাঁকে নাটক লিখতে বলেন।
-
প্রথম মঞ্চায়ন: জেলের মধ্যেই, বন্দিদের দ্বারা।
-
অনুসৃত নাটক: মার্কিন নাট্যকার Irwin Shaw-এর Bury The Dead।
সংশ্লিষ্ট তথ্য
-
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন → একুশে ফেব্রুয়ারি।
-
ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদভিত্তিক উপন্যাস → জহির রায়হান-এর আরেক ফাল্গুন।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস → সৈয়দ শামসুল হক-এর নিষিদ্ধ লোবান।

0
Updated: 1 week ago
"রক্তকরবী" নাটকের প্রধান পুরুষ চরিত্র কে?
Created: 1 week ago
A
রঞ্জন
B
অমল
C
অভিজিৎ
D
জয়সিংহ
‘রক্তকরবী’ নাটক:
-
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ‘রক্তকরবী’ প্রকাশিত হয় ১৯২৬ সালে।
-
১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।
-
নাটকে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
-
প্রধান পুরুষ চরিত্র: রঞ্জন।
-
নন্দিনী চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝে আনন্দের দূত রূপে আবির্ভূত হয়েছে।
-
রঞ্জন চরিত্র বিদ্রোহের বাণী বহন করেছে।
অন্যদিকে:
-
‘বিসর্জন’ নাটকের চরিত্র: অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী, গোবিন্দমাণিক্য।
-
‘মুক্তধারা’ নাটকের চরিত্র: অভিজিৎ।
-
‘ডাকঘর’ নাটকের চরিত্র: অমল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাংকেতিক নাটক-
Created: 1 week ago
A
প্রায়শ্চিত্ত
B
রাজা
C
কালের যাত্রা
D
সবগুলোই
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটকসমূহ:
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
রাজা
-
অচলায়তন
-
ফাল্গুনী
-
মুক্তধারা
-
রক্তকরবী
-
কালের যাত্রা
-
তাসের ঘর
-
ইত্যাদি
উৎস:
১. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago