'তেল-নুন-লাকড়ি' প্রবন্ধটি কার লেখা?
A
সুকান্ত ভট্টাচার্য
B
জহির রায়হান
C
প্রমথ চৌধুরী
D
হুমায়ুন আজাদ
উত্তরের বিবরণ
“তেল-নুন-লাকড়ি” প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা, যিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে খ্যাত।
-
প্রমথ চৌধুরী:
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোর।
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
প্রথমবার গদ্য/প্রবন্ধে চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
-
মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকার সম্পাদক।
-
মৃত্যু: ১৯৪৬, শান্তিনিকেতন।
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার-ইয়ারি কথা
-
নীললোহিত ও গল্পসংগ্রহ
-
আহুতি
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লাকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
নানা চর্চা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-

0
Updated: 9 hours ago
পূর্ববঙ্গ-গীতিকা কোন প্রতিষ্ঠান হতে প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
আলীগড় বিশ্ববিদ্যালয়
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
• পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
- ১৯১৩ সাল থেকে চন্দ্রকুমার দে প্রথম এ ধরণের লোকগাথা প্রকাশ করতে থাকেন।
- দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৬) নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
কৃত্তিবাসী রামায়ণ শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয় কত সালে?
Created: 1 week ago
A
১৮০২-০৩ সালে
B
১৮০৪-০৬ সালে
C
১৮০৭-০৮ সালে
D
১৮১০-১৩ সালে
রামায়ণ হলো সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য, যার রচয়িতা বাল্মীকি।
কৃত্তিবাসী রামায়ণ:
-
কৃত্তিবাস ওঝা ছিলেন সংস্কৃত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি এবং শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে স্বীকৃত।
-
তাঁর রচিত রামায়ণের অন্যনাম শ্রীরাম পাঞ্চালী।
-
বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণ করে, কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
-
এটি প্রথমবার ১৮০২–০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক -
Created: 1 month ago
A
বিবিধপ্রসঙ্গ
B
ভিখারিণী
C
বাল্মীকি প্রতিভা
D
বউ ঠাকুরাণীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য ও নাটক
নাটক
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রকাশিত: ১৮৮১
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকবরী
-
তাসের দেশ
-
অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম উপন্যাস: বউ ঠাকুরাণীর হাট
-
প্রথম ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: বিবিধপ্রসঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago