"পুতুলনাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা কে?
A
হুমায়ুন আজাদ
B
জহির রায়হান
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
শামসুর রহমান
উত্তরের বিবরণ
"পুতুলনাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা ত্রিশোত্তর যুগের একজন প্রভাবশালী কথাসাহিত্যিক ছিলেন।
-
মানিক বন্দ্যোপাধ্যায়:
-
জন্ম: ১৯০৮ সালে, বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের মালবদিয়া গ্রাম।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম: মানিক।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: জননী (১৯৩৫)
-
প্রথম প্রকাশিত গল্প: অতসী মামী, বিচিত্রা পত্রিকায় প্রকাশিত।
-
মৃত্যু: ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর, কলকাতা।
-
-
উপন্যাসসমূহ:
-
পুতুলনাচের ইতিকথা
-
অহিংসা
-
সার্বজনীন
-
সোনার চেয়ে দামী
-
স্বাধীনতার স্বাদ
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মা নদীর মাঝি
-
শহরবাসের ইতিকথা
-
আরোগ্য
-
-
গল্পসমূহ:
-
প্রাগৈতিহাসিক
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
অতসী মামী ও অন্যান্য গল্প
-
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন কোনটি?
Created: 2 months ago
A
আরেক ফাল্গুন
B
একুশে ফেব্রুয়ারী
C
একুশের গল্প
D
আর্তনাদ
‘একুশে ফেব্রুয়ারী’ সংকলন
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় আত্মদান স্মরণে, ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
-
সম্পাদক ও প্রকাশক উভয়ই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—৬টি বিভাগে ২২ জন লেখক লিখেছেন।
-
এখানে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
-
প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
অন্যান্য ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
-
‘আরেক ফাল্গুন’ উপন্যাস: জহির রায়হান রচিত, ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার উপর ভিত্তি।
-
‘একুশের গল্প’: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত গল্প। প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
-
‘আর্তনাদ’: শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
মর্সিয়া সাহিত্যে অবদান রাখা হিন্দু কবি কে?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
রাধারমণ গোপ
C
চণ্ডীদাস
D
বিদ্যাপতি
• "রাধারমণ গোপ" — মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি।
• মর্সিয়া সাহিত্য:
কারবালা ও ইসলামি বিয়ােগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্যের আদিকবি হলেন শেখ ফয়জুল্লাহ। তার গ্রন্থের নাম জয়নাবের চৌতিশা (১৫৭০)।
- মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ৷
- তাঁর গ্রন্থ: ইমামগণের কেচ্ছা, আফৎনামা।
- 'মুক্তল হোসেন' হলো মুহম্মদ খান রচিত পারসি থেকে অনূদিত বাংলা মর্সিয়া সাহিত্যগ্রন্থ।
অন্যদিকে,
• গোবিন্দদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি - এরা মূলত বৈষ্ণব পদাবলীর কবি, মর্সিয়া সাহিত্যের সাথে সংশ্লিষ্ট নন।
0
Updated: 1 month ago
সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 3 months ago
A
৮৩০ জন
B
৮৩৬ জন
C
৮৪০ জন
D
৮৫৬ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪ – শহীদদের তালিকা
-
প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
-
প্রথম গেজেট: শহীদদের তালিকা সরকারিভাবে প্রকাশিত
-
প্রাথমিক শহীদ সংখ্যা: ৮৩৪ জন (পরে ১০ জন যুক্ত) → ৮৪৪ জন
-
সংশোধন: ৩ আগস্ট, ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও একটি গেজেট জারি করে
-
এই গেজেটে ৮ জন বাদ দেওয়া হয়
-
বাদ দেওয়ার কারণ:
-
৪ জনের নাম গেজেটে দুবার এসেছে
-
৪ জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না
-
-
-
চূড়ান্ত শহীদ সংখ্যা: ৮৩৬ জন
0
Updated: 3 months ago