মুনীর চৌধুরী কোন আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন?
A
স্বাধীনতা আন্দোলন
B
ছাত্র আন্দোলন
C
কৃষক আন্দোলন
D
ভাষা আন্দোলন
উত্তরের বিবরণ
মুনীর চৌধুরী একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী, যিনি ভাষা আন্দোলনের পাশাপাশি বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
-
মুনীর চৌধুরী:
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে।
-
শিক্ষা ও পেশাগত জীবনের পাশাপাশি তিনি ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি এবং ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
-

0
Updated: 9 hours ago
বায়ান্নর ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিল কে?
Created: 2 weeks ago
A
আবদুস সালাম
B
রফিক উদ্দিন
C
আবুল বরকত
D
মুহাম্মদ আসাদুজ্জামান
ভাষা আন্দোলন:
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর সোয়া তিনটায় বাংলাভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহিদ হন রফিকউদ্দিন আহমেদ।
-
ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে তিনি ঘটনাস্থলে শহিদ হন।
-
তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।
অন্য শহিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ:
-
আবুল বরকত:
-
ডাক নাম: আবাই
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র
-
জন্মস্থান: তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকার বাবলা গ্রামে
-
-
আবদুস সালাম:
-
জন্মস্থান: ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে
-
পরিচয়: তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন
-
-
শফিউর রহমান:
-
হাইকোর্টের কর্মচারী
-
-
মুহাম্মদ আসাদুজ্জামান:
-
১৯৬৯ সালের অভ্যুত্থানে শহিদ হন
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
মুনীর চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
Created: 2 weeks ago
A
রক্তাক্ত প্রান্তর
B
কবর
C
মানুষ
D
রূপার কৌটা
মুনীর চৌধুরী ও ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’
-
কবর
-
নাটকের পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক হিসেবে পরিচিত।
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।
-
-
মুনীর চৌধুরীর অন্যান্য নাটক
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
-
অনুবাদ নাটক
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
মীর মানস
-
তুলনামূলক আলোচনা
-
-
অন্যান্য তথ্য
-
‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধে লেখা।
-
‘মানুষ’ নাটক ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে রচিত।
-
‘রূপার কৌটা’ হলো মুনীর চৌধুরীর অনুবাদ নাটক।
-

0
Updated: 2 weeks ago
ভাষা আন্দোলনকে নিয়ে লেখা প্রথম গবেষণামূলক গ্রন্থ কোনটি?
Created: 19 hours ago
A
ভাষা আন্দোলনের ইতিহাস
B
ভাষার জন্য সংগ্রাম
C
ভাষা আন্দোলন ও বাঙালী মানস
D
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
'পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' বইটি বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস এবং তৎকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তিন খণ্ডে প্রকাশিত একটি গবেষণামূলক কাজ। এটি ভাষা আন্দোলন নিয়ে লেখা প্রথম বিস্তারিত এবং তথ্যসমৃদ্ধ বাংলা গ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
বইটির রচয়িতা: বদরুদ্দীন উমর
-
প্রকাশিত রূপ: তিন খণ্ডে
-
বিষয়বস্তু: বাংলা ভাষা আন্দোলন এবং সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট
-
বিশেষত্ব: ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে তথ্যবহুল এবং সমাদৃত বাংলা বই; গবেষণামূলক প্রবন্ধের ধারা অনুসরণ
বদরুদ্দীন উমর:
-
২০শে ডিসেম্বর, ১৯৩১ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
-
তিনি মূলত অধ্যাপক এবং রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।
-
'সংস্কৃতি' সাময়িকীর সম্পাদক ছিলেন।
-
৭ সেপ্টেম্বর ২০২৫ সালে ঢাকায় মারা যান।
তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা:
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট

0
Updated: 19 hours ago