রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কোন ধরনের কবি হিসেবে খ্যাত?
A
প্রতিবাদী কবি
B
রোমান্টিক কবি
C
প্রাকৃতিক কবি
D
ধর্মীয় কবি
উত্তরের বিবরণ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একজন প্রতিবাদী কবি, যাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার ভাব শক্তভাবে প্রতিফলিত হয়েছে।
-
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:
-
জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, বরিশাল।
-
পৈত্রিক নিবাস: বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেঠ গ্রাম।
-
প্রকৃত নাম: শেখ মোহাম্মদ শহীদুল্লাহ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন।
-
ছাত্রজীবনেই প্রকাশিত কাব্যগ্রন্থ: উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১)।
-
সাহিত্যকর্মের স্বীকৃতি: ১৯৮০ সালে মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার লাভ করেন।
-
মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন, ঢাকায়।
-
-
অন্যান্য কাব্যগ্রন্থ:
-
দিয়েছিলে সকল আকাশ
-
মৌলিক মুখোশ
-
মানুষের মানচিত্র
-

0
Updated: 9 hours ago
'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
Created: 3 weeks ago
A
শামসুদ্দীন আবুল কালাম
B
শওকত আলী
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রাহমান
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী। পৈত্রিক বাড়ি – ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
পিতৃনাম ও ডাকনাম: ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
প্রারম্ভিক সাহিত্য জীবন:
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা: উনিশ শ’উনপঞ্চাশ, প্রকাশিত নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
১৯৬০: প্রথম কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
-
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান প্রকাশিত, যা শামসুর রাহমানের আগমনী কবিতা হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে; এ জন্য আদমজী পুরস্কার পান, যা প্রদান করেন প্রেসিডেন্ট আইয়ুব খান।
-
-
সাংবাদিকতা জীবন:
-
১৯৫৭ সালে ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে শুরু।
-
-
সামাজিক ও রাজনৈতিক প্রতিফলন:
-
১৯৭০ সালে প্রকাশিত কাব্য নিজ বাসভূমে, শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ।
-
উল্লেখযোগ্য কবিতা: বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি ১৯৬৯, পুলিশ রিপোর্ট, হরতাল, এ লাশ আমরা রাখব কোথায়।
-
কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রতিফলিত আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 7 hours ago
A
১৯২১ সালে
B
১৯২৬ সালে
C
১৯২৭ সালে
D
১৯২৯ সালে
মুসলিম সাহিত্য-সমাজ
-
মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
-
সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন,
-
মুসলিম হলের ছাত্র এ.এফ.এম. আবদুল হক,
-
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির।
তারা ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।
-
-
নেপথ্যে দায়িত্ব পালন করতেন:
-
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ,
-
যুক্তিবিদ্যা অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
-
বার্ষিক মুখপত্র শিখা:
-
প্রথম প্রকাশিত: ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে
-
মোট সংখ্যা: ৫টি
-
সম্পাদকগণ:
-
প্রথম সংখ্যা – আবুল হুসেন
-
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা – মোহাম্মদ আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা – আবুল ফজল
-
-
মুখবাণী: “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”
প্রধান লেখকরা:
-
আবুল হুসেন
-
মোতাহের হোসেন চৌধুরী
-
কাজী আবদুল ওদুদ
-
আবদুল কাদির
-
আবুল ফজল
-
আনোয়ারুল কাদির

0
Updated: 7 hours ago
নাগার্জুনের শিষ্য ছিলেন কোন চর্যাকার?
Created: 6 days ago
A
শবরপা
B
কাহ্নপা
C
লুইপা
D
কুক্কুরীপা
শবরপা ছিলেন বঙ্গের একজন নাগাচার্য, যিনি নাগার্জুনের শিষ্য এবং লুইপা-র গুরু ছিলেন। ড. সুকুমার সেনের মতে, শবর হলো একটি ছদ্মনাম, এবং তিনি শবরের মতো জীবনযাপন করতেন বলে ‘সিদ্ধশবরী’, ‘শবরীস্বর’ ইত্যাদি নামে পরিচিতি লাভ করেন।
-
শবরপা ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮১০ খ্রিষ্টাব্দ) বর্তমান ছিলেন। তারানাথের মতে, তিনি নবম শতকের কবি; ড. সুকুমার সেন তাঁর জীবৎকালের সর্বনিম্ন সীমা দ্বাদশ শতকের শেষ ভাগ মনে করেন।
-
তিনি বিক্রমশীলায় বসবাস করেছেন। তাঁর রচিত পদে ভণিতার উল্লেখ নেই, তবে টীকায় সিদ্ধাচার্য শবরপা কথাটি উল্লেখ আছে।
-
চর্যার ২৮ ও ৫০ নং পদের রচয়িতা তিনি। সংস্কৃত ও অপভ্রংশ মিলে মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন।
-
উল্লেখযোগ্য রচনাবলী:
-
সহজোপদেশ স্বাধিষ্ঠান
-
বজ্রযোগিনীসাধন
-
চিত্তগুহ্যগাম্ভীরার্থ গীতি
-
মহামুদ্রাবজ্রগীতি
-
শূন্যতা ছবি
-
-
শবরপা রচিত দুটি উল্লেখযোগ্য পঙ্ক্তি:
-
উষ্ণা উষ্ণা পাবত তহি সবই সবরী বালী
-
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সরবী গীবত গুঞ্জরী মালী
-

0
Updated: 6 days ago