"মুখরা রমণী বশীকরণ" কী ধরনের রচনা?
A
কবিতা
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
অনুবাদ নাটক
উত্তরের বিবরণ
"মুখরা রমণী বশীকরণ" মুনীর চৌধুরী রচিত একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী, যিনি তার জীবনকাল জুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুনীর চৌধুরী:
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে।
-
শিক্ষা ও পেশাগত জীবনের পাশাপাশি ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি এবং ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
-
-
নাটকসমূহ:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
পলাশী ব্যারাক ইত্যাদি
-
-
অনুবাদ নাটকসমূহ:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
মীর মানস
-
তুলনামূলক সমালোচনা
-
বাংলা গদ্যরীতি
-

0
Updated: 9 hours ago
'সাজাহান' নাটকের প্রথম রচয়িতা কে?
Created: 2 months ago
A
ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
B
তুলসী লাহিড়ি
C
দ্বিজেন্দ্রলাল রায়
D
বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঐতিহাসিক নাটক 'সাজাহান' এর রচয়িতা- 'দ্বিজেন্দ্রলাল রায়'।
- এটি মোগল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।
• 'সাজাহান' নাটক:
- নাটকটি মোগল সম্রাট সাজাহানের জীবন কাহিনি নিয়ে রচিত ঐতিহাসিক নাটক।
- 'সাজাহান' নাটককে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে ধরা হয় ।
- নাটকটি ১৯০৯ সালে প্রকাশিত হয়।
- সম্রাট সাজাহানকে নিয়ে দ্বিজেন্দ্রলালই সর্বপ্রথম নাটক রচনা করেন।
- 'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
- গানটি তাঁর 'সাজাহান' নাটকে ছিল।
--------------------------
• দ্বিজেন্দ্রলাল রায়:
- তিনি ছিলেন কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার।
- তিনি ডি.এল রায় নামে পরিচিত।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- তাঁর দুই অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলালও সাহিত্যিক হিসেবে সুপরিচিত ছিলেন।
- ছাত্রজীবনে তাঁর কাব্য 'আর্য্যগাথা' এবং বিলেতে থাকাকালে কাব্য 'Lyrics of Ind' প্রকাশিত হয়।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে গণজাগরণমূলক গান রচনায় তাঁর অবদান ছিল।
- ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত সামাজিক নাটক:
- পরপারে।
- বঙ্গনারী।
- পুনর্জন্ম।
- ত্র্যহস্পর্শ।
- প্রায়শ্চিত্ত।
- আনন্দ বিদায়।
- কল্কি অবতার।
• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- আর্য্যগাথা।
- মন্দ্র।
- আলেখ্য।
- ত্রিবেণী ইত্যাদি।
• তাঁর রচিত ঐতিহাসিক নাটক:
- তারাবাই।
- রানা প্রতাপসিংহ।
- মেবার পতন।
- নূরজাহান।
- সাজাহান।
- চন্দ্রগুপ্ত।
- সিংহল বিজয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক-
Created: 1 month ago
A
সুবচন নির্বাসনে
B
রক্তাক্ত প্রান্তর
C
নূরলদীনের সারা জীবন
D
পায়ের আওয়াজ পাওয়া যায়
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
লেখক: সৈয়দ শামসুল হক।
-
এটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য।
-
নাটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য হলো—বাংলার মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি, অর্থাৎ স্বাধীনতার বার্তা।
নূরলদীনের সারাজীবন
-
লেখক: সৈয়দ শামসুল হক।
-
প্রকাশকাল: ১৯৮২ সাল।
-
নাটকটি রচিত হয়েছে রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীন-এর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।
-
এতে তাঁর সামন্তবাদের বিরুদ্ধে সংগ্রাম ও ব্রিটিশ বিরোধী আন্দোলন চিত্রিত হয়েছে।
-
নূরলদীনের অমর আহ্বান— “জাগো বাহে, কোনঠে সবাই”।
-
কাব্যনাটকটি মোট ১৪টি দৃশ্য নিয়ে গঠিত।
রক্তাক্ত প্রান্তর
-
লেখক: মুনীর চৌধুরী।
-
কাহিনি নেয়া হয়েছে মহাকবি কায়কোবাদের “মহাশ্মশান” গ্রন্থ থেকে।
-
এটি তাঁর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
-
নাটকের পটভূমি: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)।
-
এটি সরাসরি ঐতিহাসিক নয়, বরং ইতিহাস-আশ্রিত নাটক।
-
জনপ্রিয় উক্তি: “মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়।” — বলেন নবাব সুজাউদ্দৌলা।
-
নাটকের চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা প্রমুখ।
সুবচন নির্বাসনে
-
লেখক: আবদুল্লাহ আল মামুন।
-
কাহিনি দেশের একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে আবর্তিত।
-
এটি তাঁর বিখ্যাত নাটকগুলোর একটি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।, সুবচন নির্বাসনে নাটক।, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর 'তাসের দেশ' নাটকটি কাকে উৎসর্গ করেন?
Created: 3 weeks ago
A
কাজী নজরুল ইসলামকে
B
মহাত্মা গান্ধীকে
C
নেতাজি সুভাষচন্দ্র বসুকে
D
ভিক্টোরিয়া ওকাম্পোকে
'তাসের দেশ' — নাটক
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: রূপক নাট্য
-
প্রকাশ: ১৯৩৩
-
ভিত্তি: রবীন্দ্রনাথের এক আষাঢ়ে গল্প নামক গল্পের কাহিনি
-
কাহিনী: রাজপুত্র এবং সদাগর পুত্র এক অপরিচিত দ্বীপে পৌঁছায়, যেখানে জীবন শাসিত হয় যান্ত্রিক নিয়মানুবর্তিতায়, যুক্তি ও হৃদয়হীন শাসনতন্ত্রের আনুগত্যে। রাজপুত্র এবং সদাগর এই নিয়মবন্দি জীবনে বিদ্রোহ নিয়ে আসেন।
-
উৎসর্গ: নেতাজি সুভাষচন্দ্র বসুকে
-
উদ্দেশ্য: উপনিবেশ শাসিত ভারতীয়দের জড়ত্ব ঘোচাতে রবীন্দ্রনাথ মুক্তিদূত রূপী রাজপুত্রের আগমন কামনা করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অন্যান্য উৎসর্গকৃত গ্রন্থ:
-
তাসের দেশ — নেতাজি সুভাষচন্দ্র বসু
-
পূরবী — ভিক্টোরিয়া ওকাম্পো
-
বসন্ত — কাজী নজরুল ইসলাম
-
খেয়া — জগদীশচন্দ্র বসু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago