জহির রায়হান কোন উপন্যাসের জন্য আদমজি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন?
A
আরেক ফাল্গুন
B
বরফ গলা নদী
C
হাজার বছর ধরে
D
কাঁচের দেয়াল
উত্তরের বিবরণ
জহির রায়হান তাঁর উপন্যাস ‘হাজার বছর ধরে’-এর জন্য আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন এবং তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাত।
-
জহির রায়হান:
-
জন্ম: ১৯৩৫ সালে ফেনী জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
সুপরিচিত গল্পগ্রন্থ: সূর্যগ্রহণ।
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: কখনো আসে নি।
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম।
-
প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র: বাহানা।
-
‘হাজার বছর ধরে’ উপন্যাসের জন্য আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
আরেক ফাল্গুন
-
হাজার বছর ধরে
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
তৃষ্ণা
-
শেষ বিকেলের মেয়ে
-
কয়েকটি মৃত্যু
-
-
পরিচালিত অন্যান্য চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেওয়া
-
কখনও আসে নি
-
Stop Genocide (প্রামাণ্যচিত্র)
-
সোনার কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা
-
-
উল্লেখ: কাঁচের দেয়াল চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার অর্জন করে।
0
Updated: 1 month ago
'ভাত দে হারামজাদা' কবিতার রচয়িতা কে?
Created: 5 months ago
A
রফিক আজাদ
B
হুমায়ুন আজাদ
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
• রফিক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল 'জীবন'।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- করো অশ্রুপাত,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
Created: 1 month ago
A
স্বরবৃত্ত
B
মাত্রাবৃত্ত
C
অক্ষরবৃত্ত
D
ত্রিপদী
‘কবর’ কবিতা
-
সংকলন: জসীম উদ্দীনের রাখালী কাব্যগ্রন্থ থেকে
-
প্রথম প্রকাশ: রাখালী (১৯২৭) এবং 'কল্লোল' পত্রিকায়
-
ছন্দ: মাত্রাবৃত্ত ছন্দ, মোট ১১৮টি পঙক্তি
-
বিষয়বস্তু: এক গ্রামীণ বৃদ্ধের জীবনের প্রিয়জন হারানোর বেদনার স্মৃতি, সহজ সরল ভাষায় কাহিনীধর্মীভাবে প্রকাশিত
জসীম উদ্দীন সম্পর্কে:
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলা, তাম্বুলখানা গ্রাম
-
পরিচিতি: বাংলাদেশে ‘পল্লীকবি’ হিসেবে
-
উল্লেখযোগ্য রচনা: নক্সী কাঁথার মাঠ (গাথাকাব্য)
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
-
বালুচর
-
রাখালী
-
সূচয়নী
-
নিমন্ত্রণ
-
রূপবতী
বিখ্যাত কবিতা:
-
মুসাফির
-
রাখাল ছেলে
-
পল্লী জননী
-
আসমানী
-
নিমন্ত্রণ
0
Updated: 1 month ago
"নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।"
- কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত?
Created: 2 months ago
A
কুলি-মজুর
B
মধুমালা
C
সাম্যবাদী
D
মানুষ
• "নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।" — কবিতাংশটি কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতা থেকে নেওয়া।
মানুষ — কবিতা
– কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়াভণ্ড গাহে স্বার্থের জয়!
উৎস: মানুষ — কবিতা, কাজী নজরুল ইসলাম।
0
Updated: 2 months ago