কোন শব্দটি ফারসি?
A
মুসাফির
B
তকদির
C
পেরেশান
D
মজলুম
উত্তরের বিবরণ
পেরেশান' শব্দের অর্থ: উদ্বগ্ন, চিন্তিত।
- ‘পেরেশান’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে,
• ‘মুসাফির’ আরবি শব্দ।
- যার অর্থ: যে সফর করে, পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
• ‘তকদির’ আরবি শব্দ;।
- যার অর্থ: ভাগ্য।
• ‘মজলুম’ আরবি শব্দ।
- যার অর্থ: অত্যাচারিত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Created: 5 months ago
A
চাকু, চাকর
B
খদ্দর, হরতাল
C
চা, চিনি
D
রিকশা, রেস্তোঁরা
১। চা
🔹 উৎস: চীনা শব্দ
🔹 অর্থ:
-
Camellia sinensis উদ্ভিদের কচি পাতা যা প্রক্রিয়াজাত করে পানীয় প্রস্তুত করা হয়
-
ফুটন্ত জলে পাতাগুলি দিয়ে তৈরি পানীয়
-
চায়ের সঙ্গে পরিবেশিত হালকা খাবার
২। চিনি
🔹 উৎস: সাধারণভাবে এটি অর্ধ-তৎসম শব্দ, 'শর্করা' থেকে আগত। তবে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে একে চীনা শব্দ বলা হয়েছে।
🔹 অর্থ:
-
আখ, বিট ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত মিষ্ট পদার্থ
৩। চাকু (বিশেষ্য)
🔹 উৎস: তুর্কি শব্দ
🔹 অর্থ:
-
ভাঁজ করে রাখা যায় এমন একধরনের ফলাযুক্ত ছুরি
৪। চাকর (বিশেষ্য)
🔹 উৎস: ফারসি শব্দ
🔹 অর্থ:
-
ভৃত্য বা সেবক
-
নির্দিষ্ট কাজের জন্য নিযুক্ত কর্মচারী
-
আজ্ঞাবহ বা তাঁবেদার
৫। হরতাল (বিশেষ্য)
🔹 উৎস: গুজরাটি শব্দ
🔹 অর্থ:
-
ধর্মঘট বা প্রতিবাদস্বরূপ কর্মবিরতি
-
যানবাহন, দোকানপাট, অফিস, আদালত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রাখা
৬। রিকশা
🔹 উৎস: জাপানি শব্দ
🔹 অর্থ:
-
দুই বা তিন চাকার মনুষ্যচালিত যানবাহন
৭। রেস্তোরাঁ (বিশেষ্য)
🔹 উৎস: ফারসি শব্দ
🔹 অর্থ:
-
হোটেল বা চায়ের দোকান যেখানে খাবার পরিবেশিত হয়
📌 মন্তব্য:
বাংলা একাডেমি আধুনিক অভিধান অনুযায়ী 'চিনি' শব্দটি অর্ধ-তৎসম, যদিও কিছু পাঠ্যবইয়ে এটি চীনা শব্দ হিসেবে উল্লেখ আছে। সেই প্রেক্ষিতে অধিক গ্রহণযোগ্য ব্যুৎপত্তির ভিত্তিতে ‘চা’ ও ‘চিনি’ দুটি শব্দের উৎস চীনা হিসেবে ধরা যেতে পারে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অভিগম্য অভিধান, পাঠ্যবই (নবম-দশম শ্রেণি)।
0
Updated: 5 months ago
"কলগি" - কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
পর্তুগিজ
B
ফরাসি
C
তুর্কি
D
ফারসি
তুর্কি ভাষার শব্দ
-
কলগি – তুর্কি ভাষার বিশেষ্য।
অর্থ: শিরোভূষণ, রাজমুকুটের চূড়া।
অন্যান্য তুর্কি শব্দ:
-
বেগম
-
কুলি
-
চাকু
-
বাবা
-
বাবুর্চি
-
মুচলেকা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
নিত্যস্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
যোগিনী
B
সধবা
C
জেনানা
D
গুণবতী
নিত্য স্ত্রীবাচক শব্দ: সধবা
নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে, এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়।
উদাহরণ: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি
নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ যা কেবল স্ত্রীকে নির্দেশ করে, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি
অন্যান্য স্ত্রীবাচক রূপ:
-
যোগী → যোগিনী
-
মরদ → জেনানা
-
গুণবান → গুণবতী
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago