মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কোন ছদ্মনামে লিখতেন?
A
মাজলিম মান্দেব
B
মজলুম আদিব
C
বাবুল মান্দেব
D
শান্তনু বাচ্চু
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান মজলুম আদিব ছদ্মনামে লিখতেন এবং তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
-
শামসুর রাহমান:
-
জন্ম: ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে।
-
পৈত্রিক বাড়ি: ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
শৈশবে ডাক নাম: ‘বাচ্চু’।
-
মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু করেন।
-
১৯৪৩ সালে প্রথম কবিতা উনিশশ উনপঞ্চাশ, নলিনী কিশোর গুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়।
-
দুটি বিখ্যাত কবিতা: “স্বাধীনতা তুমি” এবং “তুমি আসবে বলে হে স্বাধীনতা”।
-
তিনি লাভ করেছেন আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার।
-
মৃত্যু: ২০০৬ সালে ঢাকায়।
-
-
কবিতা সংকলন:
-
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
-
এক ফোঁটা কেমন অনল
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি
-
কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-

0
Updated: 9 hours ago
'কালকূট' — কার ছদ্মনাম?
Created: 5 days ago
A
সতীনাথ ভাদুড়ী
B
মণীশ ঘটক
C
সমরেশ বসু
D
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
• সমরেশ বসু – ছদ্মনাম: কালকূট
অন্য ছদ্মনামসমূহ:
-
সতীনাথ ভাদুড়ী – ছদ্মনাম: চিত্রগুপ্ত
-
মণীশ ঘটক – ছদ্মনাম: যুবনাশ্ব
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর

0
Updated: 5 days ago
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুরের
B
সত্যেন্দ্রনাথ দত্তের
C
প্রমথ চৌধুরীর
D
টেকচাঁদ ঠাকুরের
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।
----------------------
অন্যদিকে,
• সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
Created: 9 hours ago
A
বীরবল
B
নবকুমার
C
অনিলা দেবী
D
ধুমকেতু
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হলো বীরবল। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন।
-
১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক ছিলেন।
-
বাংলা গদ্যে প্রথমবার চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
-
১৯১৪ সালে প্রকাশিত মাসিক সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন।
-
মৃত্যু: ১৯৪৬, শান্তিনিকেতন।
অন্যদিকে:
-
সত্যেন্দ্রনাথ দত্ত-এর সাহিত্যিক ছদ্মনাম ছিল নবকুমার।
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর সাহিত্যিক ছদ্মনাম ছিল অনিলা দেবী।
-
কাজী নজরুল ইসলাম-এর সাহিত্যিক ছদ্মনাম ছিল ধুমকেতু।

0
Updated: 9 hours ago