হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
A
জ্বলো চিতাবাঘ
B
অলৌকিক ইস্টিমার
C
বিমুখ প্রান্তর
D
আগুনপাখি
উত্তরের বিবরণ
হুমায়ুন আজাদ
-
তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
-
জন্ম: ১৯৪৭ সালের ২৮ এপ্রিল, বিক্রমপুরের রাড়িখাল।
-
সাহিত্য জীবনের সূচনা: ১৯৭৩ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: ১৯৮৩ সালে প্রকাশিত ‘জ্বলো চিতাবাঘ’।
কাব্যগ্রন্থসমূহ
-
অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ)
-
জ্বলো চিতাবাঘ (দ্বিতীয় কাব্যগ্রন্থ)
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
উপন্যাসসমূহ
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
-
সবকিছু ভেঙে পড়ে
-
মানুষ হিসেবে আমার অপরাধসমূহ
-
রাজনীতিবিদগণ
-
পাক সার জমিন সাদ বাদ
অন্যদিকে
-
‘বিমুখ প্রান্তর’ হচ্ছে হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ।
-
‘আগুনপাখি’ হচ্ছে হাসান আজিজুল হকের একটি উপন্যাস।

0
Updated: 9 hours ago
নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ নয়?
Created: 1 day ago
A
সবিতা
B
সন্ধিক্ষণ
C
দেয়াল
D
বেণু ও বীণা
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি ও ছন্দবিদ। তাঁর সাহিত্যকীর্তি মূলত ছন্দ ও ধ্বনির অভিনব ব্যবহারকে ঘিরে। এ কারণে তিনি বাংলা কবিতায় “ছন্দের জাদুকর” ও “ছন্দোরাজ” হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর কোনো কাব্যগ্রন্থের নাম দেয়াল নয়। দেয়াল হলো বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের শেষ রচিত উপন্যাস।
সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
-
তিনি একজন কবি ও ছন্দবিদ ছিলেন।
-
জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে।
-
পিতা: রজনীনাথ দত্ত (বিশিষ্ট ব্যবসায়ী)।
-
পিতামহ: অক্ষয়কুমার দত্ত (তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক)।
-
তিনি ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম প্রধান কবি ছিলেন।
-
বাংলা ভাষার স্বতন্ত্র ছন্দ ও ধ্বনির ভিত্তিতে নতুন ছন্দ সৃষ্টিই ছিল তাঁর প্রধান কীর্তি।
-
তিনি নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর প্রভৃতি ছদ্মনামে কবিতা লিখতেন।
-
মৃত্যু: ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সবিতা
-
সন্ধিক্ষণ
-
বেণু ও বীণা
-
কুহু ও কেকা
-
অভ্র আবীর
-
হসন্তিকা
-
বেলা শেষের গান
-
বিদায় আরতি
-
কাব্যসঞ্চয়ন
অনুবাদকাব্য:
-
তীর্থরেণু
-
মণি মঞ্জুষা

0
Updated: 21 hours ago
নাগার্জুনের শিষ্য ছিলেন কে?
Created: 2 weeks ago
A
ভুসুকুপা
B
কাহ্নপা
C
শবরপা
D
ডোম্বীপা
শবরপা চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি হিসেবে পরিচিত, ড. মুহম্মদ শহীদুল্লাহ এ মত প্রকাশ করেছেন। তিনি ছিলেন নাগার্জুনের শিষ্য এবং তাঁর জীবনকাল আনুমানিক ৬৮০ – ৭৬০ খ্রিষ্টাব্দ। শবরপা ছিলেন চর্যাপদের প্রথম পদকর্তা এবং তিনি লুইপার গুরু ছিলেন। চর্যাপদের ২৮ ও ৫০ নং পদের রচয়িতা তিনি। এছাড়া তিনি সংস্কৃত ও অপভ্রংশ মিলে মোট ১৬টি গ্রন্থ রচনা করেন।
শবরপা রচিত উল্লেখযোগ্য পঙ্ক্তি
"উষ্ণা উষ্ণা পাবত তহিঁ সবই সবরী বালী।
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবী গীবত গুঞ্জরী।।"

0
Updated: 2 weeks ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 1 month ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago