‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
A
রোকেয়া বেগম
B
মুনীর চৌধুরী
C
স্বর্ণকুমারী দেবী
D
সুফিয়া কামাল
উত্তরের বিবরণ
‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। তিনি শুধু একজন প্রথিতযশা কবি নন, বরং বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎও ছিলেন।
-
সুফিয়া কামাল:
-
‘জননী সাহসিকা’ নামে খ্যাত ছিলেন।
-
বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
-
১৯৪৭ সালে প্রকাশিত বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
-
১৯৬৯ সালে তিনি “মহিলা সংগ্রাম পরিষদ” নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন।
-
তাঁর রচিত প্রথম গল্প ‘সৈনিক বধূ’ ১৯২৩ সালে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।
-
-
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মায়া কাজল ইত্যাদি।
-
গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা।
-
শিশুতোষ গল্প: ইতল বিতল, নওল কিশোরের দরবারে।
-
ডায়েরি: একাত্তরের ডায়েরি।
-
আত্মজীবনী: একালে আমাদের কাল।

0
Updated: 9 hours ago
‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 4 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
আবুল কালাম আজাদ
C
খান মুহাম্মদ মঈনুদ্দিন
D
মোহাম্মদ নাসিরুদ্দিন
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন
‘সওগাত’ পত্রিকা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সালে) মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন তিনি ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ শিরোনামে একটি ছোটগল্প সওগাতে পাঠান, যা তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখাটি ছিল।
‘সওগাত’-এর অন্যান্য উল্লেখযোগ্য লেখকরা হলেন:
-
বেগম রোকেয়া,
-
কাজী আবদুল ওদুদ,
-
আবুল কালাম শামসুদ্দীন,
-
আবুল মনসুর আহমদ এবং
-
আবুল ফজল।
এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখনী প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago
ব্রাহ্মসমাজের মুখপত্র ছিলো কোন পত্রিকা?
Created: 2 days ago
A
কল্লোল
B
তত্ত্ববােধিনী
C
সওগাত
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী পত্রিকা ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় এই পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখকদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন। তাঁদের লেখার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল।
পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল বেদান্ত-প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার। তবে এর পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং দর্শন বিষয়ক মূল্যবান রচনাও এতে প্রকাশিত হতো। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল।
অক্ষয়কুমারের পর বিভিন্ন সময়ে যারা এর সম্পাদনার দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ ঠাকুর
অযোধ্যানাথ পাকড়াশী
হেমচন্দ্র বিদ্যারত্ন
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর

0
Updated: 2 days ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 2 months ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago