‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
A
প্রমথ চৌধুরী
B
শামসুর রাহমান
C
সুকান্ত ভট্টাচার্য
D
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
'ছাড়পত্র' কাব্যগ্রন্থের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। কবির মৃত্যুর তিন মাস পর ১৯৪৭ সালে গ্রন্থটি প্রকাশিত হয়। এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে এক স্মরণীয় সংযোজন। গ্রন্থের অন্যতম বিখ্যাত পঙক্তি হলো—
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
-
সুকান্ত ভট্টাচার্য:
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
তাঁর কবিতায় শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিক্ষোভ ও বিদ্রোহের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে।
-
মৃত্যু: ১৯৪৭ সালের ১৩ মে, বয়স মাত্র ২০ বছর ৯ মাস।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ: ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি।
-

0
Updated: 9 hours ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 1 month ago
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)

0
Updated: 1 month ago
আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায় প্রকাশিত সাহিত্যপত্র কোনটি?
Created: 2 days ago
A
নয়া সড়ক
B
দৈনিক আজাদ
C
দৈনিক সোলতান
D
দৈনিক সমকাল
'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিল আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়। এটি স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত হয়, বিশেষত ১৯৪৭ সালের ভারত ভাগের পর। পত্রিকার নামকরণ থেকেই বোঝা যায় যে এর আয়োজকরা নতুন সাহিত্যিক যাত্রার প্রত্যাশী ছিলেন। মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হতো এতে এবং অনেকেই পরে স্বনামে খ্যাতি অর্জন করেন। বর্তমানে এই সাহিত্যপত্রটি বিরল ও গুরুত্বপূর্ণ, এবং বাংলা একাডেমীর 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি সংরক্ষিত আছে।
-
দৈনিক সোলতান পত্রিকায় সাবএডিটর হিসেবে আবু জাফর শামসুদ্দীন তাঁর কর্মজীবন শুরু করেন।
-
দৈনিক আজাদ ছিল বিংশ শতাব্দীর ব্রিটিশ-শাসিত ভারতে প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ১৯৩৬ সালে চালু হয়ে ১৯৯০ সাল পর্যন্ত প্রকাশিত হয়। আজাদ ছিল ঢাকার প্রথম দৈনিক এবং বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ।
-
দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ার। প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ।

0
Updated: 2 days ago
জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতায় কাকে ‘শাদা ছেঁড়া পালে’ দেখা যায় ?
Created: 3 days ago
A
এক বৃদ্ধ মাঝিকে
B
এক শিকারিকে
C
এক কিশোরকে
D
এক জেলেকে
‘আবার আসিব ফিরে’ কবিতাটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এটি জীবনানন্দ দাশ রচিত এবং তাঁর কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ থেকে সংগৃহীত। কবিতাটিতে কবি মৃত্যুর পরও বাংলার মাটিতে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
প্রকাশকাল: ১৯৫৭ সাল
-
কবিতার বৈশিষ্ট্য: কবি মানুষের রূপে না হলেও বাংলার প্রকৃতি, পাখি বা প্রাণীর বেশে আবার ফিরে আসার কথা বলেছেন। তিনি ধানসিড়ি নদীর তীর, বাংলার পাখি, প্রকৃতি, শিশুর খেলা—সবকিছুর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
-
এই কবিতায় উল্লেখ আছে যে, এক কিশোরকে এক শাদা ছেঁড়া পালে দেখা যায়।
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ:
-
জীবনানন্দ দাশ রচিত অন্যতম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
-
এর কবিতাগুলো প্রধানত সনেট আকারে রচিত।
-
বাংলার গ্রাম-প্রকৃতি, নদী-নালা, পশু-পাখি, উৎসব-অনুষ্ঠান কাব্যের মূল বিষয়বস্তু।
-
‘আবার আসিব ফিরে’ এ গ্রন্থের বিখ্যাত কবিতা।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা: কুসুমকুমারী দাশ, একজন কবি।
উপাধি
-
ধূসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
উল্লেখযোগ্য রচনা
কাব্যগ্রন্থ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা

0
Updated: 7 hours ago