‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
A
প্রমথ চৌধুরী
B
শামসুর রাহমান
C
সুকান্ত ভট্টাচার্য
D
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
'ছাড়পত্র' কাব্যগ্রন্থের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। কবির মৃত্যুর তিন মাস পর ১৯৪৭ সালে গ্রন্থটি প্রকাশিত হয়। এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে এক স্মরণীয় সংযোজন। গ্রন্থের অন্যতম বিখ্যাত পঙক্তি হলো—
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
-
সুকান্ত ভট্টাচার্য:
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
তাঁর কবিতায় শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিক্ষোভ ও বিদ্রোহের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে।
-
মৃত্যু: ১৯৪৭ সালের ১৩ মে, বয়স মাত্র ২০ বছর ৯ মাস।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ: ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি।
-
0
Updated: 1 month ago
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
Created: 2 months ago
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন -
Created: 2 months ago
A
বরিশাল
B
ফরিদপুর
C
ঢাকা
D
দিনাজপুর
জসীমউদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর জেলা।
-
পরিচয়: কবি, শিক্ষাবিদ; পল্লিকবি হিসেবে খ্যাত।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বোবা কাহিনী’।
-
বিখ্যাত গাথাকাব্য: ‘নক্সী কাঁথার মাঠ’, ১৯২৯ সালে প্রকাশ।
-
E.M. Millford দ্বারা ইংরেজিতে অনুবাদিত: The Field of the Embroidered Quilt।
-
-
পুরস্কার:
-
প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স (১৯৫৮)
-
একুশে পদক (১৯৭৬)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)
-
-
মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬, ঢাকা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'মহাজন' নামে পরিচিত ছিলেন কোন কাব্যধারার পদকর্তারা?
Created: 1 month ago
A
শ্রীকৃষ্ণকীর্তন
B
মঙ্গলকাব্য
C
চর্যাপদ
D
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগে রচিত এক গুরুত্বপূর্ণ কাব্যধারা, যা বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে গড়ে উঠেছে। এটি বাংলা সাহিত্যের অন্যতম গৌরবময় সৃষ্টি।
-
বৈষ্ণব সাহিত্য মূলত বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে রচিত।
-
রাধা-কৃষ্ণের প্রেমলীলা এই সাহিত্যধারার মূল উপজীব্য।
-
জয়দেবের গীতগোবিন্দম্ (১২শ শতকে সংস্কৃতে রচিত) এ ধারার প্রথম কাব্য হিসেবে বিবেচিত।
-
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য।
-
পদাবলি সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য হিসেবে কাজ করে। বৈষ্ণব সমাজে মহাজন পদাবলি রচয়িতা ও পদকর্তাদের মহাজন নামে পরিচিত।
-
বৈষ্ণব মতে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান এবং এটি রাধা-কৃষ্ণের প্রেমলীলার মাধ্যমে উপলব্ধি করা হয়।
-
বাংলাদেশে শ্রীচৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে বৈষ্ণব পদাবলি ব্যাপকভাবে বিকশিত হয়।
-
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সর্বাধিক সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য তিন প্রকার:
১. জীবনীকাব্য
২. বৈষ্ণব শাস্ত্র
৩. বৈষ্ণব পদাবলি
0
Updated: 1 month ago