প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
A
বীরবল
B
নবকুমার
C
অনিলা দেবী
D
ধুমকেতু
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হলো বীরবল। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন।
-
১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক ছিলেন।
-
বাংলা গদ্যে প্রথমবার চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
-
১৯১৪ সালে প্রকাশিত মাসিক সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন।
-
মৃত্যু: ১৯৪৬, শান্তিনিকেতন।
অন্যদিকে:
-
সত্যেন্দ্রনাথ দত্ত-এর সাহিত্যিক ছদ্মনাম ছিল নবকুমার।
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর সাহিত্যিক ছদ্মনাম ছিল অনিলা দেবী।
-
কাজী নজরুল ইসলাম-এর সাহিত্যিক ছদ্মনাম ছিল ধুমকেতু।

0
Updated: 9 hours ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 1 month ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।

0
Updated: 1 month ago
'নীল লােহিত' কোন লেখকের ছদ্মনাম?
Created: 2 weeks ago
A
অরুণ মিত্র
B
সমরেশ বসু
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সমরেশ মজুমদার
সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য রচনার ক্ষেত্রে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন, যা তার রচনার ভিন্নধর্মী প্রকাশকে তুলে ধরে। তার ব্যবহৃত ছদ্মনামের মধ্যে উল্লেখযোগ্য:
-
নীল লোহিত
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
এছাড়া অন্যান্য বিভিন্ন লেখক ও তাদের ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
-
সমরেশ বসু - কালকূট
-
সোমেন চন্দ - ইন্দ্রকুমার সোম
-
বিমল ঘোষ - মৌমাছি
-
সতীনাথ ভাদুড়ী - চিত্রগুপ্ত
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় - যাযাবর
-
বিমল মিত্র - জাবালি
-
কালিকানন্দ এ - অবধূত
-
সৈয়দ মুজতবা আলী - প্রিয়দর্শী

0
Updated: 2 weeks ago
“বনফুল” ছদ্মনামে লিখতেন কে?
Created: 1 month ago
A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
প্রভাতকুমার মুখোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
নীহাররঞ্জন গুপ্ত
বলাইচাঁদ মুখোপাধ্যায়
-
কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রবন্ধকার
-
ছদ্মনাম: বনফুল
-
জন্ম: ১৮৯৯ সালের ১৯ জুলাই, পূর্ণিয়া, বিহার
-
পূর্বপুরুষের আদি নিবাস: হুগলি জেলার শিয়ালখালা
-
স্কুলে পড়ার সময় ‘বনফুল’ ছদ্মনামে কবিতা রচনা শুরু
কাব্যসংকলন:
বনফুলের কবিতা, অঙ্গারপর্ণী, চতুর্দশী, আহবনীয়, করকমলেষু, বনফুলের ব্যঙ্গ কবিতা, নতুন বাঁকে, প্রভৃতি

0
Updated: 1 month ago