স্বর্ণকুমারী দেবীর রচিত ‘মেবার রাজ’ কোন ধরনের সাহিত্য?
A
কাব্য
B
নাটক
C
উপন্যাস
D
প্রবন্ধ
উত্তরের বিবরণ
'মেবার রাজ' স্বর্ণকুমারী দেবীর রচিত একটি উপন্যাস। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক হিসেবে পরিচিত। দীর্ঘ ৩০ বছর তিনি মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। তাঁর প্রথম উপন্যাস হলো দীপনির্বাণ।
-
উল্লেখযোগ্য রচনা:
-
উপন্যাস: দীপনির্বাণ, মেবার রাজ, মালতী, বিদ্রোহ, বিচিত্রা, স্বপ্নবাণী, মিলনরাত্রি
-
কাব্যগ্রন্থ: গাঁথা, কবিতা ও গান
-
নাটক: বসন্ত উৎসব, দেব কৌতুক
-

0
Updated: 9 hours ago
শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
B
নিরঞ্জনের পৃথিবী
C
তোমাকে অভিবাদন প্রিয়তমা
D
চৈত্রের ভালোবাসা
• শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার।
- তোমাকে অভিবাদন প্রিয়তমা।
- কোথাও কোন ক্রন্দন নেই।
- আমার চুম্বনগুলো পৌছে দাও।
অন্যদিকে,
• নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- নিরঞ্জনের পৃথিবী,

0
Updated: 2 weeks ago
'মৈথিল কোকিল' নামে খ্যাত কে?
Created: 2 weeks ago
A
বিদ্যাপতি
B
চণ্ডীদাস
C
আলাওল
D
কালিদাস
বিদ্যাপতি
পরিচয়:
-
মিথিলার রাজসভার কবি।
-
পঞ্চদশ শতকের কবি।
উপাধি:
-
মিথিলার রাজা শিবসিংহ তাঁকে কবিকন্ঠহার উপাধিতে ভূষিত করেন।
-
তাঁকে মৈথিল কোকিল বলা হয়।
-
কারণ: কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, বিদ্যাপতি মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছিলেন।
-
সাহিত্যিক ভূমিকা:
-
বৈষ্ণব কবি।
-
পদসঙ্গীত ধারার রূপকার।
-
শ্রেষ্ঠ কীর্তি: ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 1 month ago