কোনটি নির্মলেন্দু গুণের অনুবাদ কবিতা?
A
অন্তর্জাল
B
তোহু
C
হুলিয়া
D
রূপজালাল
উত্তরের বিবরণ
'তোহু' নির্মলেন্দু গুণের একটি অনুবাদ কবিতা।
-
নির্মলেন্দু গুণ:
-
জন্ম ২১ জুন ১৯৪৫ সালে নেত্রকোনার কাশবনে।
-
ডাকনাম ছিল রতন।
-
তিনি মূলত একজন কবি ছিলেন।
-
তাঁকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।
-
তাঁর কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবন, সমাজ-বাস্তবতা ও রাজনৈতিক চেতনা প্রতিফলিত হয়েছে।
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবি, চাষাভূষার কাব্য, মুজিব লেলিন ইন্দিরা, হুলিয়া প্রভৃতি।
-
অনুবাদ কবিতা: রক্ত আর ফুলগুলি, তোহু, রাজনৈতিক কবিতা।
-
ছোটগল্প: অন্তর্জাল, আপনদলের মানুষ।
-
উল্লেখ্য, 'রূপজালাল' নবাব ফয়জুন্নেসার একমাত্র গ্রন্থ।

0
Updated: 9 hours ago
'বনি আদম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 4 months ago
A
গোলাম মোস্তফা
B
হুমায়ুন আজাদ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
হুমায়ুন কবির
• গোলাম মোস্তফা:
- ১৮৯৭ সালে যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি ও লেখক।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক
- তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য:
- মুসাদ্দাস-ই-হালী,
- কালামে ইকবাল,
- শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০)।
• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী, -
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম,
- আমার চিন্তাধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago
কাজী নজরুল ইসলাম রচিত 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 3 weeks ago
A
অগ্নিবীণা
B
ফণিমনসা
C
বিষের বাঁশী
D
সাম্যবাদী
'মানুষ' — কবিতা
– কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী কাব্যগ্রন্থ (১৯২৫)
কবিতার অংশবিশেষ (সংক্ষিপ্ত):
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'সাম্যবাদী' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
ঈশ্বর
-
মানুষ
-
পাপ
-
চোর-ডাকাত
-
বারাঙ্গনা
-
মিথ্যাবাদী
-
নারী
-
রাজা-প্রজা
-
সাম্য
-
কুলিমজুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; সাম্যবাদী কাব্যগ্রন্থ।

0
Updated: 3 weeks ago
'হুলিয়া' কবিতা কার রচনা?
Created: 1 month ago
A
আবুল হাসান
B
আবুল হোসেন
C
মহাদেব সাহা
D
নির্মলেন্দু গুণ
‘হুলিয়া’ ও নির্মলেন্দু গুণ
• হুলিয়া:
‘হুলিয়া’ হলো বাংলাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ রচিত একটি কবিতা।
কবিতায় ঘরের পরিবেশ, রোদ, হাওয়া এবং ছায়ার খেলা চিত্রিত হয়েছে, যেখানে কবির উপস্থিতি এতটাই অদৃশ্য যে কেউ তাকে চিনতে পারে না। সংক্ষেপে কবিতার অংশটি এই রকম:
“আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর,
আমার চারপাশে রোদ ঝলমল করছে, হাওয়া শোঁ শোঁ করছে।
আমার ছায়া ঘুরতে ঘুরতে একটি রেখায় এসে দাঁড়িয়েছে।
কেউ আমাকে চিনতে পারেনি।”
• নির্মলেন্দু গুণ:
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে।
-
পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
তিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি এবং ‘বাংলাদেশের কবিদের কবি’ নামে খ্যাত।
-
সম্মাননা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১)।
• কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
• ভ্রমণ কাহিনি:
-
ভলগার তীরে
-
গীনসবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়া খেলার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
• কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হুলিয়া’ কবিতা।

0
Updated: 1 month ago