কোনটি নির্মলেন্দু গুণের অনুবাদ কবিতা?
A
অন্তর্জাল
B
তোহু
C
হুলিয়া
D
রূপজালাল
উত্তরের বিবরণ
'তোহু' নির্মলেন্দু গুণের একটি অনুবাদ কবিতা।
-
নির্মলেন্দু গুণ:
-
জন্ম ২১ জুন ১৯৪৫ সালে নেত্রকোনার কাশবনে।
-
ডাকনাম ছিল রতন।
-
তিনি মূলত একজন কবি ছিলেন।
-
তাঁকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।
-
তাঁর কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবন, সমাজ-বাস্তবতা ও রাজনৈতিক চেতনা প্রতিফলিত হয়েছে।
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবি, চাষাভূষার কাব্য, মুজিব লেলিন ইন্দিরা, হুলিয়া প্রভৃতি।
-
অনুবাদ কবিতা: রক্ত আর ফুলগুলি, তোহু, রাজনৈতিক কবিতা।
-
ছোটগল্প: অন্তর্জাল, আপনদলের মানুষ।
-
উল্লেখ্য, 'রূপজালাল' নবাব ফয়জুন্নেসার একমাত্র গ্রন্থ।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 2 months ago
A
অগ্নিবীণা
B
ফণিমনসা
C
বিষের বাঁশী
D
সাম্যবাদী
'মানুষ' — কবিতা
– কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী কাব্যগ্রন্থ (১৯২৫)
কবিতার অংশবিশেষ (সংক্ষিপ্ত):
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'সাম্যবাদী' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
ঈশ্বর
-
মানুষ
-
পাপ
-
চোর-ডাকাত
-
বারাঙ্গনা
-
মিথ্যাবাদী
-
নারী
-
রাজা-প্রজা
-
সাম্য
-
কুলিমজুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; সাম্যবাদী কাব্যগ্রন্থ।
0
Updated: 2 months ago
'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।'- কোন কবিতার অংশ?
Created: 1 month ago
A
পরার্থে
B
পাছে লোকে কিছু বলে
C
বড় কে
D
সুখ
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ পঙ্ক্তিটি কামিনী রায় রচিত ‘সুখ’ কবিতার অন্তর্গত। এই কবিতায় জীবনে সুখ কিভাবে অর্জিত হতে পারে, তার ওপর কবির ধারণা প্রকাশ পেয়েছে।
কামিনী রায় মাত্র পনের বছর বয়সে ‘আলো ও ছায়া’ নামের কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন, এবং ‘সুখ’ কবিতাটি সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
পঙ্ক্তিটি সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি হলো: অনেক ক্ষেত্রে এটিকে ভুলভাবে ‘পরার্থে’ নামক কবিতার অংশ মনে করা হয়।
-
প্রকৃতপক্ষে, কামিনী রায়ের কোনো কবিতা ‘পরার্থে’ নামে পরিচিত নয়।
-
বিভ্রান্তির কারণ: পঙ্ক্তিতে পরার্থপরতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব প্রকাশ পেয়েছে, যা অনেকে ‘পরার্থে’ শব্দের সঙ্গে মিলে যায় বলে ভুল ধারণা করে থাকেন।
-
বর্তমানে পাঠ্য বই ও সাহিত্যপাঠে ‘পরার্থে’ নামে কোনো কবিতা অন্তর্ভুক্ত নয়।
কামিনী রায় সম্পর্কে তথ্য:
-
জন্ম: ১২ অক্টোবর ১৮৬৪, বাকেরগঞ্জের বাসন্ডা গ্রাম।
-
পদবি ও পরিচয়: কবি ও সমাজকর্মী; একসময় ‘জনৈক বঙ্গমহিলা’ ছদ্মনামে লিখতেন।
-
কবিতার শৈলী: সহজ, সরল, মানবিক এবং উপদেশমূলক; জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগ প্রকাশিত।
-
স্বীকৃতি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী পদক’ (১৯২৯)।
-
সমাজসেবা: ‘নারী শ্রম তদন্ত কমিশন’ (১৯২২-২৩) এর সদস্য ছিলেন।
-
মৃত্যু: ২৭ সেপ্টেম্বর ১৯৩৩, হাজারীবাগ, বিহার।
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘আলো ও ছায়া’ (১৮৮৯), ১৫ বছর বয়সে রচিত; ভূমিকা লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য কাব্যগ্রন্থ ও রচনা:
-
নির্মাল্য
-
পৌরাণিকী
-
গুঞ্জন (শিশুকাব্য)
-
ধৰ্ম্মপুত্র (অনুবাদ)
-
মাল্য ও নির্মাল্য
-
অশোকসঙ্গীত (সনেট)
-
অম্বা (নাটক)
0
Updated: 1 month ago
'দুর্মর' সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের কবিতা?
Created: 1 month ago
A
ঘুম নেই
B
হরতাল
C
ছাড়পত্র
D
পূর্বাভাস
সুকান্ত ভট্টাচার্যের ‘দুর্মর’ কবিতাটি তাঁর ‘পূর্বাভাস’ কাব্যগ্রন্থভুক্ত। এটি গ্রন্থের শেষ কবিতা, যা তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পরিচিতি: মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
-
উপাধি: তাঁকে কিশোরকবি বলা হয়।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
সম্পাদনা কাজ: ১৯৪৫ সালে কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।”
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
অভিযান
-
মিঠেকড়া
-
হরতাল
-
গীতিগুচ্ছ
0
Updated: 1 month ago