খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
A
পাড়া
B
পুঞ্জি
C
মৌজা
D
মাহাতো
উত্তরের বিবরণ
খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের শারীরিক বৈশিষ্ট্য, সামাজিক কাঠামো ও ধর্মীয় জীবন তাদের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত।
-
জাতিগত শ্রেণি: মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্য: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, ছোট টানা কালো চোখ, খর্বকায়।
-
অভিবাসন: প্রায় পাঁচ শতাব্দী আগে আসাম থেকে বাংলাদেশে আগমন।
-
গ্রাম ও নেতৃত্ব: গ্রামের নাম পুঞ্জি, পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়।
-
বাংলাদেশে বসতি: উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
-
ভারতে বসতি: মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশ।
-
ধর্ম: বর্তমান শতকরা ৮০-৯০ ভাগ খাসিয়া খ্রিস্টান।

0
Updated: 10 hours ago
যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন কে?
Created: 1 month ago
A
গোলাম মোহাম্মদ
B
আইয়ুব খান
C
ইস্কান্দার মির্জা
D
ইয়াহিয়া খান
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা (১৯৫৪)
-
গঠনের তারিখ: ৩ এপ্রিল ১৯৫৪
-
মুখ্যমন্ত্রী: শের-ই-বাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্যরা:
পদের নাম | মন্ত্রী |
---|---|
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
বেসামরিক সরবরাহ ও যোগাযোগ | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী |
শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প | সৈয়দ আজিজুল হক |
-
মন্ত্রীসভা কার্যকাল: মোট ৫৬ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা দায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
-
বাতিলের কারণ: রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করতে চাইছে এমন অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৩০ মে ১৯৫৪ মন্ত্রীসভা বাতিল করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক

0
Updated: 1 month ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।

0
Updated: 2 weeks ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, মাথাপিছু আয় -
Created: 1 week ago
A
২,৬৮৫ মার্কিন ডলার
B
২,৭৩৬ মার্কিন ডলার
C
২,৮২০ মার্কিন ডলার
D
২,৯১৪ মার্কিন ডলার
জাতীয় বাজেট ২০২৫-২৬:
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago