খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
A
পাড়া
B
পুঞ্জি
C
মৌজা
D
মাহাতো
উত্তরের বিবরণ
খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের শারীরিক বৈশিষ্ট্য, সামাজিক কাঠামো ও ধর্মীয় জীবন তাদের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত।
-
জাতিগত শ্রেণি: মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্য: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, ছোট টানা কালো চোখ, খর্বকায়।
-
অভিবাসন: প্রায় পাঁচ শতাব্দী আগে আসাম থেকে বাংলাদেশে আগমন।
-
গ্রাম ও নেতৃত্ব: গ্রামের নাম পুঞ্জি, পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়।
-
বাংলাদেশে বসতি: উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
-
ভারতে বসতি: মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশ।
-
ধর্ম: বর্তমান শতকরা ৮০-৯০ ভাগ খাসিয়া খ্রিস্টান।
0
Updated: 1 month ago
মন্ত্রিসভার কত ভাগ টেকনোক্র্যাট মন্ত্রী রাখা যায়?
Created: 1 month ago
A
৫%
B
১০%
C
১৫%
D
২৫%
টেকনোক্র্যাট মন্ত্রী হলো এমন একজন মন্ত্রী যিনি সংসদ সদস্য না হয়েও সরকারের মন্ত্রিসভায় নিয়োগপ্রাপ্ত হন।
-
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় সংসদ সদস্যদের মধ্য থেকে ৯০% মন্ত্রী নিয়োগপ্রাপ্ত হবেন।
-
সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা টেকনোক্র্যাট মন্ত্রী নামে পরিচিত।
-
অর্থাৎ, মন্ত্রিসভায় ১০% পর্যন্ত মন্ত্রী সংসদ সদস্য নয় এমন ব্যক্তিদের মধ্যে হতে পারেন।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮১ অনুযায়ী 'অর্থ বিল' (Money Bill)-এর সংজ্ঞায় কোন ধরনের বিল অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ
B
সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান
C
সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ ও ব্যয় সংক্রান্ত বিল
D
স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কর আরোপ বা ফি ধার্যকরণ
বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ৮১ অর্থবিল সংক্রান্ত বিধান নির্ধারণ করেছে।
অর্থবিলের অন্তর্ভুক্ত বিষয়সমূহ (অনুচ্ছেদ ৮১(১)):
-
কর সংক্রান্ত পরিবর্তন
-
সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা দায়-দায়িত্ব
-
সংযুক্ত তহবিল সংক্রান্ত ব্যয়
-
সরকারের হিসাব ও নিরীক্ষা
সীমাবদ্ধতা (অনুচ্ছেদ ৮১(২)):
-
শুধুমাত্র স্থানীয় কর্তৃপক্ষের কর, জরিমানা, লাইসেন্স ফি বা ফি ধার্যকরণ সংক্রান্ত বিলকে অর্থবিল হিসেবে গণ্য করা হবে না।
অর্থবিলের বৈশিষ্ট্য ও প্রক্রিয়া:
-
অর্থবিল একটি গুরুত্বপূর্ণ বিল, যা সরকারের আর্থিক প্রস্তাবাবলি বাস্তবায়নের জন্য সংসদে উত্থাপিত হয়।
-
কোনো বিল অর্থবিল কিনা, তা নির্ধারণে স্পিকারের সার্টিফিকেট চূড়ান্ত মত হিসেবে গ্রহণযোগ্য।
-
অর্থবিল বা অর্থব্যয় সংক্রান্ত বিলের উদ্যোক্তা সরকার।
-
সংসদে উত্থাপনের পর বিলটি যথাযথ প্রক্রিয়ায় পাস করতে হয়।
-
রাষ্ট্রপতির সম্মতির জন্য বিল উপস্থাপন করলে ১৫ দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করেন।
-
যদি রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি না দেন, বিলটি আইনে পরিণত হয়।
উল্লেখ্য:
-
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮১-এ ‘অর্থবিল’ সম্পর্কিত সব বিধান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
0
Updated: 1 month ago
নাটোর জেলায় পাহাড়পুরে সোমপুর বিহারটি নির্মাণ করেন কে?
Created: 1 month ago
A
দেবপাল
B
ধর্মপাল
C
মহীপাল
D
গোপাল
সোমপুর বিহার বা পাহাড়পুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার, যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। এটি পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে নির্মাণ করান। মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল এবং এখানে ৮০০ জন ভিক্ষু থাকার সক্ষমতা ছিল। বিহারের ১২৫নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন-অর-রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায়।
-
পূর্বভারতে জরিপ কাজের সময় ১৮০৭ ও ১৮১২ সালে বুকানন হ্যামিল্টন প্রথম এ প্রত্নস্থল পরিদর্শন করেন।
-
পরবর্তীতে ওয়েস্টম্যাকট পাহাড়পুর পরিভ্রমণে আসেন।
-
১৮৭৯ সালে সার আলেকজান্ডার কানিংহাম স্থানটি পরিদর্শন করেন এবং ২২ ফুট বর্গাকার একটি ইমারত আবিষ্কার করেন।
-
১৯০৯ সালের পুরাকীর্তি আইনের আওতায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ১৯১৯ সালে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।
-
১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
উৎস:
0
Updated: 1 month ago