বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
A
২০২৩ সালে
B
২০২৪ সালে
C
২০২২ সালে
D
২০২১ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে আদমশুমারি বা জনশুমারি দেশের জনসংখ্যা ও সম্পদের মৌলিক তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা দশবর্ষ অন্তর অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ ৬ষ্ঠ আদমশুমারি ২০২২ সালে সম্পন্ন হয়েছে।
-
প্রথম আদমশুমারি: ১৯৭৪, জনসংখ্যা প্রায় ৭.৬৪ কোটি।
-
আদমশুমারির পুনরাবৃত্তি: প্রতি ১০ বছর অন্তর।
-
মোট আদমশুমারি অনুষ্ঠিত: ৬টি।
-
আদমশুমারি অনুষ্ঠিত সাল: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২।
-
সর্বশেষ আদমশুমারি: ২০২২ সালের ১৫-২১ জুন।
-
পরিচালনা: ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক।
0
Updated: 1 month ago
ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনায় মূল দায়িত্ব পায়-
Created: 1 month ago
A
জেনারেল আবরার হোসেন
B
রাও ফরমান আলী
C
নিয়াজি খান
D
গোলাম মুহাম্মদ
অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের পূর্ব পাকিস্তানে পরিচালিত একটি সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল বাঙালি সেনারা ও তাদের সমর্থকদের নিরস্ত্রীকরণ।
-
১৮ই মার্চ, জেনারেল টিক্কা খান ও রাও ফরমান আলী এই অপারেশনের নীলনকশা তৈরি করেন।
-
১৯শে মার্চ থেকে, পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
-
২০শে মার্চ, সরকার অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করে।
-
ঐ দিন, জেনারেল ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা হামিদ খান, জেনারেল টিক্কা খান, জেনারেল পিরজাদা, জেনারেল ওমর প্রমুখকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক প্রস্তুতি পূর্ণাঙ্গ রূপ দেন।
-
এ সময় প্রতিদিন ৬ থেকে ১৭টি পিআইএ বোয়িং ৭০৭ ফ্লাইট সৈন্য ও রসদ নিয়ে ঢাকা আসে এবং অসংখ্য সৈন্য ও অস্ত্রশস্ত্র চট্টগ্রাম বন্দরে বোঝাই জাহাজে অপেক্ষমাণ থাকে।
-
২৪শে মার্চ, চট্টগ্রাম বন্দরে এম ভি সোয়াত জাহাজ...
0
Updated: 1 month ago
সুশাসনের পথে প্রধান অন্তরায় কোনটি?
Created: 2 months ago
A
আইনের শাসন
B
জবাবদিহিতা
C
স্বজনপ্রীতি
D
ন্যায়পরায়ণতা
স্বজনপ্রীতি ও দুর্নীতি সুশাসনের পরিপন্থী, কারণ এগুলো মেধা ও যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করে। এর ফলে সমতা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার নীতি লঙ্ঘিত হয়।
সুশাসন:
-
সুশাসন একটি সামাজিক ধারণা।
-
সুশাসন বলতে বোঝায় যথাযথভাবে শাসন বা ভালোভাবে শাসন।
-
সুশাসনের পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।
-
স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
-
অংশগ্রহণ ও ই-গভর্ন্যান্স সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
স্বজনপ্রীতি, দুর্নীতি, অস্বচ্ছতা ও স্বেচ্ছাচারিতা সুশাসনের অন্তরায়।
-
বাংলাদেশে উন্নয়ন ও সুশাসনের অন্যতম বড় অন্তরায় হলো দুর্নীতি।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago
'Exercise Tiger Lightning 2025' কী?
Created: 1 month ago
A
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া
B
বাংলাদেশ সেনা বাহিনীর বার্ষিক মহড়া
C
বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়া
D
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
Exercise Tiger Lightning 2025 হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া, যা পারস্পরিক সামরিক সহযোগিতা ও যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রধান তথ্যগুলো হলো:
-
আয়োজনকারী: বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড (United States Army Pacific Command-এর তত্ত্বাবধানে)।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেড।
-
অংশগ্রহণকারীরা:
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৬৬ জন নেভাডা ন্যাশনাল গার্ড সদস্য
-
বাংলাদেশ: ১০০ জন প্যারা কমান্ডো ব্রিগেড সদস্য
-
-
সময়কাল: ২৫ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত ৬ দিন
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন
-
সামরিক প্রস্তুতি জোরদার করা
-
0
Updated: 1 month ago