বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
A
২০২৩ সালে
B
২০২৪ সালে
C
২০২২ সালে
D
২০২১ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে আদমশুমারি বা জনশুমারি দেশের জনসংখ্যা ও সম্পদের মৌলিক তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা দশবর্ষ অন্তর অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ ৬ষ্ঠ আদমশুমারি ২০২২ সালে সম্পন্ন হয়েছে।
-
প্রথম আদমশুমারি: ১৯৭৪, জনসংখ্যা প্রায় ৭.৬৪ কোটি।
-
আদমশুমারির পুনরাবৃত্তি: প্রতি ১০ বছর অন্তর।
-
মোট আদমশুমারি অনুষ্ঠিত: ৬টি।
-
আদমশুমারি অনুষ্ঠিত সাল: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২।
-
সর্বশেষ আদমশুমারি: ২০২২ সালের ১৫-২১ জুন।
-
পরিচালনা: ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক।

0
Updated: 10 hours ago
যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
Created: 6 days ago
A
১৯৫৬ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৫২ সালে
D
১৯৫৪ সালে
যুক্তফ্রন্টের:
- ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়।
- মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
- শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
- মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি এবং
- হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
উল্লেখ্য,
- নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'।
- আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফার প্রধান প্রধান দাবি নিয়ে।
- যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
নোট: [বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে সংশোধন আকারে বলা হয়েছে যুক্তফ্রন্ট প্রধানত ৫ টি দলের সমন্বয়ে গঠিত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

0
Updated: 6 days ago
সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দেয়া আছে?
Created: 1 day ago
A
১৪৯ নং অনুচ্ছেদে
B
১৫১ নং অনুচ্ছেদে
C
১৫২ নং অনুচ্ছেদে
D
১৫৩ নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ আইনের সংজ্ঞা ও কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রদান করে।
-
আইন: কোনো আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা রীতি।
-
অধিবেশন (সংসদ-প্রসঙ্গে): সংবিধান প্রবর্তনের পর, বা সংসদ একবার স্থগিত বা ভেঙে গেলে যখন প্রথম মিলিত হয়, সেই সময় থেকে সংসদ স্থগিত বা ভেঙে যাওয়া পর্যন্ত চলা বৈঠকসমূহ।
-
অবসর-ভাতা: আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক, যে কোনো অবসর-ভাতা যা কোনো ব্যক্তিকে বা তার ক্ষেত্রে প্রদান করা হয়; এছাড়া ভবিষ্যত তহবিলের চাঁদা বা সংযোজিত অতিরিক্ত অর্থ এবং অবসরকালীন বেতন বা আনুতোষিক অন্তর্ভুক্ত।
প্রাসঙ্গিক অন্যান্য অনুচ্ছেদ:
-
১৪৯ নং অনুচ্ছেদ: প্রচলিত আইনের হেফাজত।
-
১৫১ নং অনুচ্ছেদ: রহিতকরণ।
-
১৫৩ নং অনুচ্ছেদ: প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।
উৎস:

0
Updated: 1 day ago
বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি?
Created: 1 week ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
১টি
বাংলাদেশের সংবিধান – প্রস্তাবনা সংক্রান্ত তথ্য
-
প্রস্তাবনার সংখ্যা: ১টি
-
প্রস্তাবনার ভাগ: ৫টি
প্রস্তাবনার ভাগসমূহ:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
সংক্ষিপ্ত তথ্য:
-
সংবিধান গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২
-
কার্যকর: ১৬ ডিসেম্বর ১৯৭২
-
মোট অনুচ্ছেদ: ১৫৩
-
ভাগ: ১১টি
-
তফসিল: ৭টি
-
মূলনীতি: ৪টি

0
Updated: 1 week ago