মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' এর পরিচালক কে?
A
শাহরিয়ার কবির
B
সুভাষ দত্ত
C
তারেক মাসুদ
D
খান আতাউর রহমান
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসকে জীবন্তভাবে তুলে ধরে, যা দর্শককে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করে।
-
Stop Genocide – জহির রায়হান
-
ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম
-
আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান
-
হাঙ্গর নদী গ্রেনেড – চাষী নজরুল ইসলাম
-
অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত

0
Updated: 10 hours ago
বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা কয়টি?[আগস্ট, ২০২৫]
Created: 6 days ago
A
২৫৫টি
B
২৬০টি
C
২৪৮টি
D
২৪০টি
পরিবেশবান্ধব কারখানা:
- যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে নতুন চারটি কারখানা।
- দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৮টি।
- তার মধ্যে ১০৫ টি কারখানা প্লাটিনাম সনদ,
- ১২৯টি গোল্ড সনদ পেয়েছে।
- সিলভার সনদপ্রাপ্ত কারখানা ১০টি।
- এবং সার্টিফায়েড সনদপ্রাপ্ত কারখানা ৪টি।
উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি কারখানা এখন বাংলাদেশের।

0
Updated: 6 days ago
প্রজাতন্ত্রের সকল কাজ কার নামে পরিচালিত হয়?
Created: 2 weeks ago
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
মন্ত্রিপরিষদ
D
জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
-
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
-
প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়।
-
কোনো নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেই।
-
রাষ্ট্রপতি দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন।
-
সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন।
-
এছাড়া রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দেন।

0
Updated: 2 weeks ago
পাকিস্তানের কোন গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভা বাতিল করেন?
Created: 6 days ago
A
ইয়াহিয়া খান
B
চৌধুরী খালিকুজ্জমান
C
জুলফিকার আলী ভূট্টো
D
জেনারেল গোলাম মোহাম্মদ
মন্ত্রিসভা গঠন:
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ।
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে।
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

0
Updated: 6 days ago