মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' এর পরিচালক কে?
A
শাহরিয়ার কবির
B
সুভাষ দত্ত
C
তারেক মাসুদ
D
খান আতাউর রহমান
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসকে জীবন্তভাবে তুলে ধরে, যা দর্শককে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করে।
-
Stop Genocide – জহির রায়হান
-
ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম
-
আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান
-
হাঙ্গর নদী গ্রেনেড – চাষী নজরুল ইসলাম
-
অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত
0
Updated: 1 month ago
কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়?
Created: 1 month ago
A
সপ্তম
B
অষ্টম
C
নবম
D
দশম
অষ্টম সংশোধনী আইন, ১৯৮৮ পাস হয় ৭ জুন ১৯৮৮ তারিখে এবং এর মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদ ২, ৩, ৫, ৩০ ও ১০০ সংশোধন করা হয়।
-
প্রধান সংশোধনীসমূহ:
১. ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা।
২. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ: ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা।
৩. বিদেশী খেতাব গ্রহণে বিধিনিষেধ: সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির পূর্বানুমতি ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ করতে পারবে না। -
উল্লেখযোগ্য, পরবর্তীতে সুপ্রীম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ এটি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করেছিল।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন পুলিশ সদস্যকে রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয়?
Created: 1 month ago
A
৪ জন
B
৭ জন
C
১১ জন
D
১৫ জন
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান অসাধারণ এবং তাদের বীরত্ব ও আত্মত্যাগ স্বাধীনতার ইতিহাসে স্মরণীয়। মোট ৪ জন পুলিশ কর্মকর্তা/সদস্য রাষ্ট্রীয় খেতাব লাভ করেছেন।
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান:
-
স্বাধীনতার আন্দোলনের সূচনালগ্ন থেকেই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পুলিশ সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
-
২৫ মার্চ ১৯৭১ সালের কালরাতে রাজশাহী ও রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন।
-
কনস্টেবল মো. শাহজাহান মিয়া ওয়্যারলেস বার্তায় সারা দেশে পাক সেনাদের আক্রমণের খবর ছড়িয়ে দেন, যা অন্য অঞ্চলেও প্রতিরোধের প্রস্তুতি নিতে সহায়ক হয়।
-
চট্টগ্রামে পুলিশ সুপার এম. এ. সামসুল হক-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় ইপিআর, সেনা ও মুক্তিকামী জনতার সঙ্গে মিলে প্রতিরোধে অংশ নেন এবং অনেক ক্ষেত্রে জীবন বাজি রেখে পাক সেনাদের মোকাবিলা করেছেন।
-
২৬–২৮ মার্চের মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে পাক সেনাদের ব্যাপক হামলা হয়; ট্যাঙ্ক, মর্টার শেল ও মেশিনগানের গোলায় বহু পুলিশ শহীদ হন।
-
মুক্তিযুদ্ধের সময় মোট ৫৭৫ জন পুলিশ সদস্য শহীদ হন।
খেতাবপ্রাপ্ত পুলিশ সদস্যরা:
বীর বিক্রম (৩ জন):
১. মাহবুবউদ্দিন আহমেদ (এসডিপিও, ঝিনাইদহ)
২. তৌফিক আলী (পুলিশ কনস্টেবল)
৩. আব্দুল মান্নান (পুলিশ কনস্টেবল)
বীর প্রতীক (১ জন):
৪. মোহাম্মদ আলাউদ্দিন (পুলিশ কনস্টেবল)
উল্লেখ্য, বাংলাপিডিয়া অনুসারে পুলিশ বাহিনী থেকে খেতাবপ্রাপ্তের সংখ্যা মোট ৫ জন।
0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন?
Created: 1 month ago
A
৫ নং সেক্টর
B
৬ নং সেক্টর
C
৭ নং সেক্টর
D
২ নং সেক্টর
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
সেক্টর: ৭নং সেক্টর
-
মুক্তিযুদ্ধে অবদান: ৭নং সেক্টরের অধীনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন।
অন্যান্য বীরশ্রেষ্ঠদের সেক্টরসমূহ:
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ – ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল – ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান – ৪নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ – ৮নং সেক্টর
-
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন – ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান – পশ্চিম পাকিস্তান
সংক্ষেপে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭নং সেক্টরে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ বীরত্ব প্রদর্শন করেন।
0
Updated: 1 month ago