’নাটক ও নাট্যসাহিত্য’ বিভাগে বাংলা একাডেমি পুরুস্কার-২০২৫ কে লাভ করেন?
A
সলিমুল্লাহ খান
B
মাসুদ খান
C
শুভাশিস সিনহা
D
জি এইচ হাবিব
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত হয়, যা বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপকরা:
-
কবিতা: মাসুদ খান
-
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
-
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
-
বিজ্ঞান: রেজাউর রহমান
-
অনুবাদক: জি এইচ হাবিব
-
গবেষণা: মুহম্মদ শামজাহান মিয়া
-
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

0
Updated: 10 hours ago
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
Created: 2 weeks ago
A
১৯৯৭ সালে
B
১৯৯৮ সালে
C
১৯৯৯ সালে
D
২০০০ সালে
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- আইসিসি ট্রফি জয় করে: ১৯৯৭ সালে।
- ওয়ানডে স্ট্যাটাস লাভ করে: ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে: ৩১ মার্চ, ১৯৮৬ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন কে?
Created: 1 week ago
A
ওয়াসফিয়া নাজরীন
B
নিশাত মজুমদার
C
নিশা খন্দকার
D
রাফা মজুমদার
বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী – নিশাত মজুমদার
-
নাম: নিশাত মজুমদার
-
উল্লেখযোগ্য অর্জন: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে (8,848 মি.) প্রথম বাংলাদেশী নারী হিসেবে আরোহণ।
-
তারিখ ও সময়: 2012 সালের 19 মে, শনিবার, স্থানীয় সময় সকাল 9:30 টায় শিখরে পৌঁছান।
-
সহযাত্রী: এম এ মুহিত।
-
পূর্বপ্রস্তুতি: 2007 সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (21,830 ফুট) জয় করেন।
-
স্মরণীয় তথ্য: বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী পুরুষ হলেন মুসা ইব্রাহিম (2010 সালের 23 মে)। নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

0
Updated: 1 week ago
স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
Created: 6 days ago
A
৭ মার্চ ১৯৭২ সালে
B
৭ মে ১৯৭৩ সালে
C
৭ জুন ১৯৭৩ সালে
D
৭ মার্চ ১৯৭৩ সালে
- স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে।
• স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন:
- ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর গণপরিষদ ভেঙ্গে দেয়া হয়।
- স্বাধীনতা লাভের স্বল্প সময়ের মধ্যে সরকার সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
- এ নির্বাচনে চৌদ্দটি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
- নির্বাচনে রাজনৈতিক দল সমূহের প্রার্থী ছিল ১,০৮৯ জন ও স্বতন্ত্র ছিল ১২০ জন অর্থাৎ মোট প্রার্থী ছিল ১,২০৯ জন।
- নারী প্রতিদ্বন্দ্বী ছিল মোট ১৫ জন।

0
Updated: 6 days ago