মণিপুরী জাতিগোষ্ঠী প্রধানত বসবাস করে কোথায়?
A
কক্সবাজার ও রাঙ্গামাটি
B
সিলেট ও মৌলভীবাজার
C
পটুয়াখালী ও বরগুনা
D
দিনাজপুর ও ঠাকুরগাঁও
উত্তরের বিবরণ
মণিপুরী জাতিসত্তা মূলত ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা, যারা বাংলাদেশের কিছু উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় বসবাস করে। এরা মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা, ধর্ম, পেশা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
-
অবস্থান: মূলত ভারতের মণিপুর রাজ্য; বাংলাদেশে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়।
-
অন্যান্য নাম: মেইতেই।
-
উৎপত্তি: মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী; প্রায় ১৭শ শতাব্দীতে মণিপুর থেকে সিলেট অঞ্চলে আগমন।
-
ভাষা: মণিপুরী বা মেইতেই লোন, তিব্বত-বর্মণ ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
-
ধর্ম: প্রধানত হিন্দু (বিশেষত বৈষ্ণব সম্প্রদায়), কিছু মণিপুরী মুসলিম (পাঙাল বা মণিপুরী মুসলমান)।
-
পেশা: কৃষিকাজ, তাঁতশিল্প (বিশেষত শাড়ি ও কাপড় বুনন), ক্ষুদ্র ব্যবসা।
-
সংস্কৃতি: মণিপুরী নৃত্য (বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলী) এবং নিজস্ব উৎসব যেমন রাস উৎসব।

0
Updated: 10 hours ago
‘মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
Created: 2 weeks ago
A
নওয়াব আবদুল লতিফ
B
সৈয়দ আমির আলী
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামমোহন রায়
নওয়াব আবদুল লতিফ
-
জীবন ও পটভূমি:
-
জন্ম: ১৮২৮, ফরিদপুর জেলার রাজাপুর গ্রাম, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
-
১৮৬০ সালে নীল কমিশন গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
মৃত্যু: ১৮৯৩ সালের ১০ জুলাই।
-
-
শিক্ষা ও সরকারি চাকরি:
-
১৮৪৯ সালে ‘ডেপুটি ম্যাজিস্ট্রেট’ পদে যোগ দেন।
-
১৮৭৭ সালে ‘প্রেসিডেন্সী ম্যাজিস্ট্রেট’ হিসেবে পদোন্নতি পান।
-
১৮৮৪ সালে সরকারি চাকরি থেকে বিশেষ পেনশনসহ অবসর নেন।
-
-
অফিস ও স্বীকৃতি:
-
১৮৬২ সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য মনোনীত হন; মুসলমানদের মধ্যে প্রথম।
-
ইংরেজদের প্রতি আনুগত্য এবং মুসলিম সমাজের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন:
-
১৮৭৭: ‘খান বাহাদুর’
-
১৮৮০: ‘নওয়াব’
-
১৮৮৩: C.I.E.
-
১৮৮৭: ‘নওয়াব বাহাদুর’
-
-
-
সামাজিক ও শিক্ষাজাগরণমূলক অবদান:
-
১৮৬৩ সালে কলকাতায় ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ বা ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠা করেন।
-
উদ্দেশ্য: মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার বিষয়ে জনমত তৈরি ও পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সচেতন করা।
-
এটি রাজনৈতিক প্রতিষ্ঠান না হলেও, মুসলমানদের ন্যায্য দাবি ও আশা-আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা হতো।
-
এর ফলে মুসলিম সমাজে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে।
-
নওয়াব আবদুল লতিফ মুসলমানদের জাগরণের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত।
-
উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক সংবাদ প্রোটালের নাম কী?
Created: 6 days ago
A
বিডি নিউজ ২৪
B
ইউএনবি
C
আরটিএনন
D
ইএনএস
বিডিনিউজ২৪ বাংলাদেশের প্রথম অনলাইন-নির্ভর সংবাদ পোর্টাল হিসেবে পরিচিত। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ইন্টারেক্টিভ এবং সমন্বিত মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করে।
-
প্রকাশ মাধ্যম: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় অনলাইন
-
মালিকানা: বেক্সিমকো গ্রুপের বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেড
-
সম্পাদক ও মহাব্যবস্থাপক: সাবেক বিবিসি সম্প্রচারক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী
-
উদ্দেশ্য: দ্রুত, নির্ভরযোগ্য এবং সমন্বিত অনলাইন সংবাদ পরিবেশন
উৎস:

0
Updated: 6 days ago
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Created: 6 days ago
A
১১টি
B
৭টি
C
৮টি
D
১০টি
মুক্তিযুদ্ধ পরিচালনা:
- ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- তখন সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে।
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়াও
তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।

0
Updated: 6 days ago