মণিপুরী জাতিগোষ্ঠী প্রধানত বসবাস করে কোথায়?
A
কক্সবাজার ও রাঙ্গামাটি
B
সিলেট ও মৌলভীবাজার
C
পটুয়াখালী ও বরগুনা
D
দিনাজপুর ও ঠাকুরগাঁও
উত্তরের বিবরণ
মণিপুরী জাতিসত্তা মূলত ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা, যারা বাংলাদেশের কিছু উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় বসবাস করে। এরা মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা, ধর্ম, পেশা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
-
অবস্থান: মূলত ভারতের মণিপুর রাজ্য; বাংলাদেশে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়।
-
অন্যান্য নাম: মেইতেই।
-
উৎপত্তি: মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী; প্রায় ১৭শ শতাব্দীতে মণিপুর থেকে সিলেট অঞ্চলে আগমন।
-
ভাষা: মণিপুরী বা মেইতেই লোন, তিব্বত-বর্মণ ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
-
ধর্ম: প্রধানত হিন্দু (বিশেষত বৈষ্ণব সম্প্রদায়), কিছু মণিপুরী মুসলিম (পাঙাল বা মণিপুরী মুসলমান)।
-
পেশা: কৃষিকাজ, তাঁতশিল্প (বিশেষত শাড়ি ও কাপড় বুনন), ক্ষুদ্র ব্যবসা।
-
সংস্কৃতি: মণিপুরী নৃত্য (বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলী) এবং নিজস্ব উৎসব যেমন রাস উৎসব।
0
Updated: 1 month ago
বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৬০ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৫৪ সালে
D
১৯৬৪ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) হলো বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল, যা দেশের গণমাধ্যম ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
প্রাথমিক যাত্রা: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রাথমিক সম্প্রচার: ডি আই টি ভবনের দুটি কক্ষে, প্রতিদিন মাত্র ৩ ঘণ্টা।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে রূপান্তর: ১৯৬৭ সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন হিসেবে।
-
রামপুরা ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি।
-
নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু: ৬ মার্চ ১৯৭৫ থেকে রামপুরা টিভি ভবনে।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
0
Updated: 1 month ago
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 1 month ago
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে কোন শুল্ক ধার্য করা হয়?
Created: 1 month ago
A
ডাম্পিং শুল্ক
B
আবগারি শুল্ক
C
রপ্তানি শুল্ক
D
অ্যান্টি-ডাম্পিং শুল্ক
আবগারি শুল্ক (Excise Duties) হলো দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর ধার্যকৃত কর।
মূল বিষয়সমূহ:
-
আবগারি শুল্কের উদ্দেশ্য:
-
রাজস্ব সংগ্রহ করা
-
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা
-
-
বাংলাদেশে প্রধানত নিম্নলিখিত দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়:
-
চা
-
সিগারেট
-
চিনি
-
তামাক
-
কেরোসিন
-
ওষুধ
-
স্পিরিট
-
দিয়াশলাই
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago