বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে?
A
১৯৬০ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৫৪ সালে
D
১৯৬৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) হলো বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল, যা দেশের গণমাধ্যম ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
প্রাথমিক যাত্রা: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রাথমিক সম্প্রচার: ডি আই টি ভবনের দুটি কক্ষে, প্রতিদিন মাত্র ৩ ঘণ্টা।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে রূপান্তর: ১৯৬৭ সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন হিসেবে।
-
রামপুরা ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি।
-
নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু: ৬ মার্চ ১৯৭৫ থেকে রামপুরা টিভি ভবনে।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।

0
Updated: 10 hours ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন সংশোধনীতে "রাষ্ট্রধর্ম ইসলাম" সংযোজিত হয়?
Created: 1 day ago
A
দ্বিতীয় সংশোধনী
B
চতুর্থ সংশোধনী
C
অষ্টম সংশোধনী
D
দশম সংশোধনী
অষ্টম সংশোধনী সংসদে ১১ মে ১৯৮৮ তারিখে উত্থাপিত হয়, উত্থাপনকারী ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংসদে এটি গৃহীত হয় ৭ জুন ১৯৮৮ এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ৯ জুন ১৯৮৮ তারিখে।
মূল বিষয়বস্তু:
-
ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা।
-
হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ যথাক্রমে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেট এ স্থাপন।
-
বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে।
-
রাজধানীর নামের ইংরেজি বানান Dacca এর পরিবর্তে Dhaka, এবং বাংলা ভাষার ইংরেজি নাম Bengali এর পরিবর্তে Bangla গৃহীত হয়।
প্রসঙ্গ:
-
হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপনের বিষয়ে দুটি নাগরিক রীট পিটিশন দায়ের করেন—আনোয়ার হোসেন চৌধুরী ও জালাল উদ্দিন।
-
তাদের রীট পিটিশনের কারণে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থগিত হয়। পরবর্তীতে এটি বাতিল করা হয়।
উৎস:

0
Updated: 1 day ago
বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
দশম
B
দ্বাদশ
C
পঞ্চদশ
D
সপ্তদশ
সংবিধানের দ্বাদশ সংশোধনী
-
পাসের তারিখ: ৬ আগস্ট ১৯৯১
-
ভোটের ফলাফল: ৩০৭–০ ভোটে গৃহীত
-
মূল উদ্দেশ্য: রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত (সংসদীয়) সরকার ব্যবস্থা প্রবর্তন।
দ্বাদশ সংশোধনীর বৈশিষ্ট্য
-
সংসদীয় সরকার:
-
বাংলাদেশের সরকার পদ্ধতি পরিবর্তন করা হয়।
-
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত।
-
-
নামমাত্র রাষ্ট্রপতি:
-
রাষ্ট্রপতি আইনানুসারে সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হবেন।
-
যাবতীয় কার্যক্রম প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পরিচালনা করবেন।
-
-
রাষ্ট্রপতির মেয়াদ:
-
রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হবেন।
-
একাধিক্রমে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকবেন না।
-
-
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ:
-
দ্বাদশ সংশোধনী উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করে।
-
রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পীকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
-
-
মন্ত্রিসভা গঠন:
-
মন্ত্রিসভা গঠন ও কার্যক্রম সংবিধানে নির্ধারিত।
-
রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন।
-
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা হবেন।
-
-
গণভোট পদ্ধতি:
-
সংশোধনী বিল কেবল সংবিধানের প্রস্তাবনা বা নির্দিষ্ট অনুচ্ছেদ (৮, ৪৮, ৫৬, ১৪২) সংক্রান্ত হলে গণভোট আকারে পেশ করা যাবে।
-
উৎস:
i) BBC
ii) বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago