রাখাইন জনগোষ্ঠী কী নামে পরিচিত?
A
মারমা
B
মগ
C
মাইজু
D
পাঙ্গাল
উত্তরের বিবরণ
রাখাইন জাতিসত্তা বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, যারা মূলত মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগমন করেছে। এদের ঐতিহ্য, ভাষা ও কৃষিকাজের নিজস্ব প্রথা রয়েছে, যা পার্বত্য ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের জীবনযাত্রার সঙ্গে জড়িত।
-
অবস্থান: বাংলাদেশ ও মায়ানমার।
-
অন্যান্য নাম: মগ।
-
অভিবাসন: আঠারো শতকের শেষের দিকে আরাকান (বর্তমান রাখাইন রাজ্য, মায়ানমার) থেকে বাংলাদেশে আগমন।
-
বাংলাদেশে প্রধান বসতি: কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা।
-
ভাষা: রাখাইন ভাষা বা ম্রো ভাষা, যা মিয়ানমারের বর্মী ভাষা পরিবারের অন্তর্গত।
-
পেশা: প্রধানত কৃষিকাজ, জুমচাষ বা পাহাড়ি চাষাবাদ পদ্ধতি ব্যবহার।
-
ধর্ম: মূলত বৌদ্ধ, তবে কিছু হিন্দু ও মুসলিম রাখাইনও আছে।
অন্যদিকে উল্লেখযোগ্য:
-
পাঙ্গাল মুসলিম জাতিসত্তা।
-
মারমা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নৃগোষ্ঠী।

0
Updated: 10 hours ago
কোন শতকে সেন বংশের অবসান ঘটে?
Created: 1 week ago
A
১২ শতকে
B
১৩ শতকে
C
১৪ শতকে
D
১৫ শতকে
বাংলার ইতিহাসে সেন রাজাদের উত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১০৭০ থেকে ১২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৫০ বছর সেনরা বাংলায় শাসন করেন। পালবংশের পতনের পর বাংলায় সেন রাজবংশ প্রতিষ্ঠিত হয় এবং তারা ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকা নিজেদের দখলে আনে। এই সময়ে হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষ্মণ সেন, বিশ্বরূপ সেন ও কেশব সেন রাজ্য পরিচালনা করেন।
-
বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, যদিও তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে।
-
সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
-
১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করলে লক্ষ্মণ সেন প্রতিরোধ না করে মুন্সিগঞ্জের বিক্রমপুরে পালিয়ে যান। এই অঞ্চলে তিনি আরও ২-৩ বছর রাজত্ব করেন।
-
সেনদের মূল রাজধানী ছিল নবদ্বীপ, তবে ১২০২ সালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর আক্রমণের সময় তাদের অস্থায়ী রাজধানী নদীয়া ছিল।
-
নদীয়ায় আক্রমণের পর লক্ষ্মণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান।
-
লক্ষ্মণ সেনের মৃত্যুর পর সেন বংশ দুর্বল হয়ে পড়ে, এবং সামন্ত বিদ্রোহের ফলে বাংলায় সেনদের পতন ঘটে।
উৎস:

0
Updated: 1 week ago
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
Created: 2 weeks ago
A
ট্রিগভে হাভডেন লি
B
পেরেজ ডি কুয়েলার
C
দ্যাগ হ্যামারশোল্ড
D
উথান্ট
জাতিসংঘের মহাসচিব সম্পর্কিত তথ্য
প্রথম মহাসচিব
-
নাম: ট্রিগভে হাভডেন লি
-
দায়িত্বকাল: ১৯৪৬-১৯৫৩
-
দেশ: নরওয়ে
দ্বিতীয় মহাসচিব
-
নাম: দ্যাগ হ্যামারশোল্ড
-
দায়িত্বকাল: ১৯৫৩-১৯৬১
-
দেশ: সুইডেন
-
মৃত্যু: ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর, তানজানিয়ার আরুশা শহরের কাছে বিমান দুর্ঘটনায়
-
বিশেষত্ব: মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ
-
নোট: তিনি কঙ্গোতে শান্তি মিশনে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনা ঘটে
-
শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য জাতিসংঘ ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রবর্তন করেছে
চতুর্থ মহাসচিব
-
নাম: কুর্ট ওয়াল্ডহেইম
-
দেশ: অস্ট্রিয়া
-
উল্লেখযোগ্য ঘটনা: তার দায়িত্বকালেই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত?
Created: 1 week ago
A
৫৫০ টাকা
B
৬০০ টাকা
C
৬৫০ টাকা
D
৭০০ টাকা
বয়স্ক ভাতা:
-
সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
-
প্রাথমিকভাবে, দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা, মোট ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
-
পরবর্তীতে, এই কর্মসূচি সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন পর্যন্ত সম্প্রসারিত হয়।
-
বর্তমান বয়স্ক ভাতা (২০২৫-২৬ অর্থবছর): ৬৫০ টাকা প্রতিমাসে।
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago