স্বাধীন বাংলাদেশে কতবার আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট,০২৫]
A
৪ বার
B
৫ বার
C
৩ বার
D
৬ বার
উত্তরের বিবরণ
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে, যা দেশের জনসংখ্যা ও জনসম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল। এরপর প্রতি ১০ বছর অন্তর এই শুমারি অনুষ্ঠিত হয় এবং এটি বর্তমানে ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে পরিচিত।
-
প্রথম আদমশুমারি: ১৯৭৪।
-
প্রথম শুমারিতে জনসংখ্যা: প্রায় ৭.৬৪ কোটি।
-
আদমশুমারির পুনরাবৃত্তি: প্রতি ১০ বছর অন্তর।
-
মোট আদমশুমারি অনুষ্ঠিত: ৬টি।
-
আদমশুমারি অনুষ্ঠিত সাল: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০২২।
-
সর্বশেষ আদমশুমারি: ২০২২ সালের ১৫-২১ জুন।
-
পরিচালনা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
0
Updated: 1 month ago
প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করে কবে?
Created: 2 months ago
A
১৯৭৬ সালে
B
১৯৭৮ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৪ সালে
গ্রামীণ ব্যাংক
-
প্রতিষ্ঠা ও ইতিহাস:
-
১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক একটি প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে।
-
১৯৮৩ সালের ২ অক্টোবর পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে চালু হয়।
-
প্রতিষ্ঠাতা: ড. মুহাম্মদ ইউনূস।
-
ক্ষুদ্রঋণের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়ায় চালু হয়।
-
-
মূল উদ্দেশ্য ও কার্যক্রম:
-
মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের ৫ জনের ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান।
-
ঋণের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের নীচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
-
৯৮% ঋণগ্রহীতা নারী।
-
নারী ঋণগ্রহীতাদের দুই-তৃতীয়াংশেরও বেশি দারিদ্র্য বিমোচন এবং উন্নত জীবনে অগ্রগতি।
-
সেগমেন্ট: ভিক্ষুকদের জন্য সুদ-মুক্ত ঋণ প্রদান।
-
-
সাফল্য ও স্বীকৃতি:
-
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক দরিদ্রদের ক্ষমতায়নের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
-
-
উল্লেখযোগ্য তথ্য:
-
গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু হয়েছিল চট্টগ্রাম জেলার জোবরা গ্রামে।
-
ব্যাংকের নীতিমালা ও কার্যক্রম সম্পূর্ণভাবে ইউনূসের গবেষণা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি।
-
উৎস: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট
0
Updated: 2 months ago
‘মেগাস্থিনিস’ কে ছিলেন?
Created: 1 month ago
A
সিজারের প্রেরিত দূত
B
সেলুকাসের প্রেরিত দূত
C
আলেকজান্ডারের প্রেরিত দূত
D
কোনটি নয়
সেলুকাসের দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন এবং তার রচিত ‘ইন্ডিকা’ গ্রন্থ থেকে মৌর্য সমাজ ও শাসনব্যবস্থা সম্পর্কে জানা যায়।
মেগাস্থিনিস:
-
তিনি সেলুকাসের প্রেরিত দূত ছিলেন।
-
‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা মেগাস্থিনিস।
-
এই গ্রন্থে চন্দ্রগুপ্তের ব্যক্তিগত জীবন এবং শাসন ব্যবস্থার বিস্তৃত বর্ণনা রয়েছে।
-
তিনি গ্রীক বিশ্বের কাছে ভারতের সবচেয়ে সম্পূর্ণ বিবরণ উপস্থাপন করেছেন।
-
মেগাস্থিনিসের কাজের প্রধান ত্রুটি ছিল:
-
বিবরণে ভুল।
-
ভারতীয় লোককাহিনীর সমালোচনামূলক গ্রহণযোগ্যতার অভাব।
-
গ্রীক দর্শনের মানদণ্ডে ভারতীয় সংস্কৃতিকে আদর্শিকভাবে উপস্থাপনের প্রবণতা।
-
সূত্র:
0
Updated: 1 month ago
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে কোন শুল্ক ধার্য করা হয়?
Created: 1 month ago
A
ডাম্পিং শুল্ক
B
আবগারি শুল্ক
C
রপ্তানি শুল্ক
D
অ্যান্টি-ডাম্পিং শুল্ক
আবগারি শুল্ক (Excise Duties) হলো দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর ধার্যকৃত কর।
মূল বিষয়সমূহ:
-
আবগারি শুল্কের উদ্দেশ্য:
-
রাজস্ব সংগ্রহ করা
-
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা
-
-
বাংলাদেশে প্রধানত নিম্নলিখিত দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়:
-
চা
-
সিগারেট
-
চিনি
-
তামাক
-
কেরোসিন
-
ওষুধ
-
স্পিরিট
-
দিয়াশলাই
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago