ওঁরাও জাতিসত্তার প্রধান উৎসব কোনটি?
A
রাস উৎসব
B
কারাম উৎসব
C
বুদ্ধ পূর্ণিমা
D
বৈসুক
উত্তরের বিবরণ
ওঁরাও জনগোষ্ঠী বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা ভারত ও নেপালসহ দেশের কিছু অঞ্চলে বসবাস করে। এরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথাগত ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত।
-
অবস্থান: প্রধানত বাংলাদেশ, ভারত ও নেপাল।
-
বাংলাদেশে প্রধান বসতি: রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও বগুড়া।
-
অন্যান্য নাম: উরাঁও বা কুড়ুখ।
-
উৎপত্তি: অস্ট্রো-এশিয়াটিক মূলের, বর্তমানে দ্রাবিড়কৃত।
-
অভিবাসন: মূলত মধ্য ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশা অঞ্চল থেকে এসেছে।
-
ভাষা: কুড়ুখ (দ্রাবিড় ভাষা পরিবারের), পাশাপাশি বাংলা ব্যবহার করে।
-
ধর্ম: প্রথাগতভাবে প্রকৃতি উপাসক (সারনা ধর্ম), বর্তমানে অনেকে হিন্দু বা খ্রিস্টধর্ম গ্রহণ করেছে।
-
পেশা: প্রধানত কৃষিকাজ।
-
সংস্কৃতি: নিজস্ব গান, নাচ এবং উৎসব।
-
প্রধান উৎসব: কারাম উৎসব ও সরনা পূজা।
-
পার্বণিক উৎসব: সারহুল, কারাম, পশু উৎসব, খারিয়ানি, ফাগুয়া, সোহরায়।
0
Updated: 1 month ago
সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন কে?
Created: 1 month ago
A
মুসা খান
B
শায়েস্তা খান
C
মীর জুমলা
D
ইসলাম খান
১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীর জীবিত থাকা পর্যন্ত এই নাম বহাল ছিল।
-
১৬৫০ সালে সুবাদার শাহ সুজা বাংলার রাজধানী বিহারের রাজমহলে স্থানান্তর করেন।
-
১৬৬০ সালে মীর জুমলা আবার ঢাকাকে রাজধানী করেন, যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় থাকে।
-
১৭১৭ সালে মুর্শিদকুলি খান রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
-
পরবর্তীতে ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা পুনরায় বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়।
-
অবশেষে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা ঘোষিত হয় এবং তা আজও বহাল রয়েছে।
0
Updated: 1 month ago
'শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা' হলো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার -
Created: 1 month ago
A
নীতি
B
বিধি
C
ঘোষণা
D
অঙ্গীকার
বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন, যেখানে রাষ্ট্রের কাঠামো, মূলনীতি, নাগরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।
প্রধান তথ্যগুলো হলো:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধান বিভক্ত হয়েছে ১১টি ভাগ বা অধ্যায়ে।
-
এতে মোট ৭টি তফসিল রয়েছে।
-
৪টি মূলনীতি সংবিধানে স্থান পেয়েছে।
-
সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হয়।
অতিরিক্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধানে রয়েছে ১টি প্রস্তাবনা।
-
প্রস্তাবনাটি আবার ৫টি ভাগে বিভক্ত:
-
১ম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
২য়: মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
৩য়: শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
৪র্থ: সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
৫ম: গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
-
0
Updated: 1 month ago
অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরের বাইরে নেতৃত্ব দেন কে?
Created: 1 month ago
A
জেনারেল খাদিম হোসেন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি
C
জেনারেল রাও ফরমান আলী
D
জেনারেল টিক্কা খান
অপারেশন সার্চলাইট
-
সংজ্ঞা ও উদ্দেশ্য: অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত সশস্ত্র অভিযান, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমন করা।
-
পরিচালনার সময়কাল: অভিযান শুরু হয় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে এবং মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে বিস্তৃত হয়।
-
মূল সময়সূচি ও নেতৃত্ব:
-
মূল পরিকল্পনা অনুসারে অভিযান শুরু হওয়ার সময় ছিল ২৬ মার্চ রাত ১টা।
-
ঢাকায় অভিযানে নেতৃত্ব দেন জেনারেল রাও ফরমান আলী।
-
ঢাকার বাইরের অঞ্চলে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।
-
সূত্র:
0
Updated: 1 month ago