স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
A
জাকারিয়া পিন্টু
B
হুমায়ুন কায়সার
C
আব্দুল জব্বার
D
কাজী সালাহউদ্দিন
উত্তরের বিবরণ
স্বাধীন বাংলাদেমের ফুটবল দল দেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন এই দলটি, যা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিকভাবে জনমত সৃষ্টি করতে এবং দেশের স্বাধীনতা সমর্থনে মাঠে অবদান রাখতে ভূমিকা রেখেছিল।
-
প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক: জাকারিয়া পিন্টু।
-
মুক্তিযুদ্ধের সময় গঠন: দেশের শীর্ষ ফুটবলাররা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করেছিলেন।
-
দলের লক্ষ্য: দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরি করা।
-
ম্যাচ: ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশগ্রহণ, যার ১২টিতেই জয়।
-
পরবর্তী কর্মকাণ্ড: তাঁর অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশ অংশ নেয়।
-
মৃত্যু: ১৮ নভেম্বর ২০২৪।
0
Updated: 1 month ago
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর প্রতিষ্ঠাতা পরিচালক কে ছিলেন?
Created: 1 month ago
A
ড. আব্দুল হামিদ খান
B
ড. আখতার হামিদ খান
C
ড. আখতার হামিদ
D
ড. আখতার সিদ্দিক খান
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)
-
প্রতিষ্ঠা: ১৯৫৯ সালের ২৭ মে
-
অধীন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
-
প্রতিষ্ঠাতা পরিচালক: ড. আখতার হামিদ খান
-
মূল কার্যক্রম:
-
পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োগমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা
-
উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এর মাধ্যমে দেশে ও বিদেশে সুনাম অর্জন
-
-
প্রাপ্তি ও সম্মাননা:
-
১৯৮৬: স্বাধীনতা পদক
-
২০১৩: জাতীয় পল্লী উন্নয়ন পদক
-
২০২২: আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
-
0
Updated: 1 month ago
২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকার কোনটিকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছে?
Created: 2 months ago
A
হস্তশিল্প
B
ফার্নিচার পণ্য
C
চামড়াজাত পণ্য
D
ইলেকট্রনিক্স
বর্ষপণ্য-২০২৫:
-
ঘোষণা: সরকার ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে।
-
প্রকাশক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
উদ্দেশ্য: দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ।
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা:
-
১৯৯৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে।
-
যৌথ আয়োজক: বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
-
১ জানুয়ারি, ২০২৫, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে ২৯তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
-
-
রপ্তানি: ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়।
-
প্রস্তাবনা: পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে নতুন কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়?
Created: 1 month ago
A
৪৭ক
B
৪৮ক
C
৫১ক
D
৫৩ক
বাংলাদেশের সংবিধান: প্রথম সংশোধনী (১৯৭৩)
-
প্রবর্তন: ১৯৭৩ সালের ১৫ জুলাই, সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩।
-
মূল উদ্দেশ্য: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার ও শাস্তি নিশ্চিত করা।
-
সংশোধনের বিষয়বস্তু:
-
সংবিধানের ৪৭ অনুচ্ছেদে অতিরিক্ত একটি দফা সংযোজন।
-
সংযোজনের মাধ্যমে বলা হয়েছে যে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধের জন্য যে কোনো ব্যক্তিকে বিচার ও শাস্তি দেওয়া যাবে।
-
৪৭ক অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই অপরাধসমূহের ক্ষেত্রে নির্দিষ্ট মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।
-
0
Updated: 1 month ago