মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
A
বিজু
B
সাংগ্রাই
C
লৌহ পূর্ণিমা
D
ওয়ানগালা
উত্তরের বিবরণ
মারমা জনগোষ্ঠী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এসেছে।
-
প্রধান বসতি: রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি।
-
নৃতাত্ত্বিক শ্রেণি: মঙ্গোলয়েড।
-
ভাষা: ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত।
-
বর্ণমালা: ম্রাইমাজা।
-
খাদ্য: ভাত এবং সিদ্ধ শাকসবজি প্রধান।
-
প্রধান ধর্ম: বৌদ্ধ।
-
ধর্মীয় উৎসব: ক্ছংলাপ্রে (বুদ্ধ পূর্ণিমা), ওয়াছো (আষাঢ়ী পূর্ণিমা), ওয়াগোয়াই (প্রবারণা পূর্ণিমা)।
-
বিশেষ রীতি: প্রবারণা উৎসবে আকাশে রঙিন ফানুস উড়ানো, রথ যাত্রা।
-
সবচেয়ে বড় উৎসব: সাংগ্রাই।
উল্লেখ্য:
-
ওয়ানগালা হলো গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব।
-
বিজু হলো চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
বগুড়া
B
দিনাজপুর
C
মুন্সীগঞ্জ
D
রংপুর
বাংলাদেশে আলু উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ বিভাগ ও জেলা নির্ধারিত, যা দেশের খাদ্য শস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
-
প্রথম: রংপুর বিভাগ
-
দ্বিতীয়: রাজশাহী বিভাগ
-
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা:
-
প্রথম: রংপুর জেলা
-
দ্বিতীয়: বগুড়া জেলা
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব?
Created: 1 month ago
A
রেলওয়ের আয়
B
ভূমি রাজস্ব
C
আয়কর
D
আমদানি শুল্ক
বাংলাদেশ সরকারের আয় প্রধানত দুটি প্রধান উৎস থেকে সংগৃহীত হয়: কর রাজস্ব ও কর-বহির্ভূত রাজস্ব, যা সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হয়।
-
কর-বহির্ভূত রাজস্বের উৎস:
-
লভ্যাংশ ও মুনাফা
-
রেলওয়ে আয়, ডাক আয় ইত্যাদি
-
সরকারের অআর্থিক সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
সুদ ও ভাড়া
-
বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
প্রশাসনিক ফি
-
জরিমানা
-
দণ্ড ও বাজেয়াপ্ত অর্থ
-
কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়
-
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
ভূমি রাজস্ব
-
আয়কর
-
আমদানি শুল্ক
-
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশে কতবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫ বার
B
৭ বার
C
৪ বার
D
৮ বার
কৃষিশুমারি সম্পর্কিত তথ্য:
-
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
পাকিস্তান আমলে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
কৃষিশুমারির সময়কাল:
১. ১৯৭৭
২. ১৯৮৩-৮৪
৩. ১৯৯৬
৪. ২০০৮
৫. ২০১৯ -
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
0
Updated: 1 month ago