’স্বাধীনতা পুরস্কার ২০২৫’ কতজন ব্যক্তিকে দেওয়া হয়েছে?
A
৮ জন
B
৫ জন
C
৬ জন
D
৭ জন
উত্তরের বিবরণ
স্বাধীনতা পদক হলো বাংলাদেশ সরকারের প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রদান করা হয়ে আসছে। এ পদক মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে প্রবর্তিত হয় এবং জাতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপকেরা:
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর।
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন কে?
Created: 1 month ago
A
এম মনসুর আলী
B
আনিসুজ্জামান
C
ড. মুহম্মদ আবদুল হাই
D
উপরের সকলেই
খসড়া সংবিধান প্রস্তুতকরণ (Draft Constitution Preparation)
-
প্রক্রিয়া: খসড়া সংবিধান তৈরি একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া ছিল। বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন সংবিধান প্রণয়ন কমিটি প্রাথমিক খসড়া অনুমোদন করে।
-
প্রস্তুতির আগে: কমিটির সভাপতি ও আহ্বায়ক ড. কামাল হোসেন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত ও ইংল্যান্ড সফর করেন।
-
ভাষাগত ও শৈল্পিক যাচাই: সংবিধানের ভাষাগত গঠন, ব্যাকরণগত শুদ্ধতা ও শৈল্পিক সৌন্দর্য নিশ্চিত করতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
-
আহ্বায়ক: অধ্যাপক আনিসুজ্জামান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান)
-
অন্য সদস্যরা:
-
ড. মযহারুল ইসলাম (বাংলা একাডেমির মহাপরিচালক)
-
সৈয়দ আলী আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
-
-
0
Updated: 1 month ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে জিডিপিতে অর্থনৈতিক খাত কয়টি?
Created: 1 month ago
A
১৯ টি
B
২১ টি
C
১৫টি
D
২০ টি
বাংলাদেশের জিডিপি বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত এবং উৎপাদন ভিত্তিতে প্রধান তিনটি খাতের মাধ্যমে দেশের অর্থনীতির প্রধান অবদান আসে।
-
সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত
-
এই ১৯টি খাতের মধ্যে ৩টি বৃহৎ খাত অন্তর্ভুক্ত
-
৬টি খাত উপখাতে বিভক্ত
-
প্রধান তিনটি বৃহৎ খাত: কৃষিখাত, শিল্পখাত, সেবাখাত
জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
-
কৃষিখাত: ১১.১৯%
-
শিল্পখাত: ৩৭.৩৭%
-
সেবাখাত: ৫১.৪৪%
0
Updated: 1 month ago
দেশে প্রতিবন্ধী ভাতা চালু হয় কোন অর্থবছর থেকে?
Created: 1 month ago
A
২০০৬-২০০৭ অর্থবছর
B
২০০৪-২০০৫ অর্থবছর
C
২০০৫-২০০৬ অর্থবছর
D
২০০৮-২০০৯ অর্থবছর
বাংলাদেশে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি ও সংক্রান্ত আইন প্রণয়ন দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা চালু হয় ২০০৫-২০০৬ অর্থবছরে
-
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
-
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়
-
পরবর্তীতে এই আইন বাতিল করে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রবর্তন করা হয়
উল্লেখ্য:
-
১৯৯৭-৯৮ অর্থবছরে অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য বয়স্ক ভাতা চালু হয়
-
১৯৯৮-৯৯ অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা চালু করা হয়
0
Updated: 1 month ago