বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট জয় লাভ করে কোন দলের বিপক্ষে?
A
জিম্বাবুয়ে
B
কেনিয়া
C
পাকিস্তান
D
শ্রীলংকা
উত্তরের বিবরণ
বাংলাদেশ ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট খেলার মর্যাদা লাভ করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর ধাপে ধাপে দলটি নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের পথে এগোতে থাকে।
-
টেস্ট খেলার মর্যাদা লাভ: ২০০০ সালের ১০ নভেম্বর।
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে, প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
-
প্রথম টেস্ট অধিনায়ক: নাইমুর রহমান দুর্জয়।
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে।

0
Updated: 10 hours ago
বাংলাদেশে বসবাসরত কোন নৃগোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে?
Created: 10 hours ago
A
চাকমা
B
মারমা
C
গারো
D
সাঁওতাল
গারো নৃগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা মূলত উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাস করে, পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যেও তাদের বসতি রয়েছে। নৃ-বৈজ্ঞানিক দিক থেকে তারা মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার অন্তর্ভুক্ত।
-
বসবাস: টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর।
-
ঘনবসতিপূর্ণ এলাকা: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা; শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী; টাঙ্গাইলের মধুপুর।
-
নৃ-বিজ্ঞান অনুযায়ী: মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার বোড়ো উপশাখা।
-
সমাজব্যবস্থা: মাতৃতান্ত্রিক।
-
উত্তরাধিকারী কন্যা: নক্না।
-
আত্মপরিচয়: আচিক্ মান্দে।
-
প্রধান গোত্র: সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম (ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক সম্প্রদায়)।
-
প্রধান উৎসব: ওয়ানগালা (ধান কাটার উৎসব, ফসল উৎসব)।
-
তুলনামূলকভাবে: চাকমা, মারমা ও সাঁওতাল সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
আদি ইতিহাস
-
আদি বাসভূমি ছিল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ।
-
পরবর্তীতে তারা তিব্বত, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশে বিস্তার লাভ করে।
-
প্রায় ৪ থেকে ৪.৫ হাজার বছর আগে গারো পাহাড়ে বসতি স্থাপন করে।
-
সর্বশেষ তারা ময়মনসিংহ অঞ্চলে এসে আশ্রয় নেয় এবং সেখানে ক্ষুদ্র সামন্তরাজ্য প্রতিষ্ঠা করে।

0
Updated: 10 hours ago
মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল?
Created: 1 week ago
A
কলকাতা
B
দিল্লি
C
ঢাকা
D
লাহোর
মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মুসলিম সমাজে আলাদা রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।
প্রধান তথ্যগুলো হলো:
-
মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর, ঢাকার শাহবাগে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনের অধিবেশনে।
-
এর পেছনের মূল কারণ ছিল বঙ্গভঙ্গ (১৯০৫) এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি।
-
মুসলিম সমাজের স্বতন্ত্র রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা অনুভব করে নওয়াব খাজা সলিমুল্লাহ উদ্যোগ নেন।
-
সম্মেলনে মুসলমানদের স্বার্থরক্ষায় একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়।
-
সভার সভাপতি নওয়াব ভিকার-উল-মুলক প্রস্তাবটি সমর্থন করেন এবং এর মাধ্যমে সর্বভারতীয় মুসলিম লীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
-
দলের মূল লক্ষ্য ছিল মুসলমানদের শিক্ষা, প্রতিনিধি অধিকার ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করা।
-
পরবর্তীকালে এই দলই পাকিস্তান সৃষ্টির মূল রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

0
Updated: 1 week ago
বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
জয়দেবপুর
B
ঈশ্বরদী
C
শিবগঞ্জ
D
ফার্মগেট
ডাল গবেণষনা কেন্দ্র:
- বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান।
- ডাল গবেষণা কেন্দ্রের ১ (এক) টি আঞ্চলিক কেন্দ্র মাদারীপুর।
- এবং একটি উপকেন্দ্র (গাজীপুর) রয়েছে।
- বর্তমানে ডাল গবেষণা কেন্দ্রে হতে প্রায় ৯ টি ডাল জাতীয় ফসলের এ পর্যন্ত মোট ৪৩ টি জাত।
উল্লেখ্য,
- মসলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া।
- উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর।
- তৈল বীজ গবেষণা কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর।
- উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর।

0
Updated: 6 days ago