বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট জয় লাভ করে কোন দলের বিপক্ষে?
A
জিম্বাবুয়ে
B
কেনিয়া
C
পাকিস্তান
D
শ্রীলংকা
উত্তরের বিবরণ
বাংলাদেশ ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট খেলার মর্যাদা লাভ করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর ধাপে ধাপে দলটি নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের পথে এগোতে থাকে।
-
টেস্ট খেলার মর্যাদা লাভ: ২০০০ সালের ১০ নভেম্বর।
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে, প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
-
প্রথম টেস্ট অধিনায়ক: নাইমুর রহমান দুর্জয়।
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে।
0
Updated: 1 month ago
’আমান’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 months ago
A
ইরান
B
মিশর
C
ইসরায়েল
D
ইরাক
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
-
মিশর – মুখবরাত
-
ইসরায়েল – মোসাদ, আমান
-
জাপান – নাইচো
-
ইরান – ভিভাক
-
সৌদি আরব – এস পি এ (SPA)
-
চীন – এম এস এস (MSS)
-
পাকিস্তান – আইএসআই (ISI)
-
যুক্তরাষ্ট্র – সিআইএ (CIA), ফেয়ারফ্যাক্স, এনএসএ (NSA), এফবিআই (FBI)
-
যুক্তরাজ্য – এসআইএস (SIS), এমআই৬, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস
-
ফ্রান্স – ডিজিএসআই (DGSI)
-
ভারত – RAW, CBI
উৎস: ব্রিটানিকা
0
Updated: 2 months ago
বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
Created: 1 month ago
A
মারমা
B
চাকমা
C
ত্রিপুরা
D
সাঁওতাল
চাকমা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামের মূল অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চাকমারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে।
-
এ অঞ্চলে তারা অন্যান্য কিছু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিশ্রিত অবস্থায় বসবাস করে।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
-
১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হওয়ার পর তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে অবস্থান স্থাপন করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
Created: 2 months ago
A
১৯৯৭ সালে
B
১৯৯৮ সালে
C
১৯৯৯ সালে
D
২০০০ সালে
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- আইসিসি ট্রফি জয় করে: ১৯৯৭ সালে।
- ওয়ানডে স্ট্যাটাস লাভ করে: ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে: ৩১ মার্চ, ১৯৮৬ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
0
Updated: 2 months ago