বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে? [ আগস্ট,২০২৫]
A
বান্দরবান
B
খাগড়াছড়ি
C
চট্টগ্রাম
D
রাঙামাটি
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতি সবচেয়ে বেশি এবং এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলনামূলকভাবে সমৃদ্ধ।
-
বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট সংখ্যা: ৫০টি।
-
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী: ১৩টি।
-
সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা।
-
সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: মারমা।
-
জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস: রাঙামাটি।

0
Updated: 10 hours ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ?
Created: 2 weeks ago
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
স্পেন
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) রপ্তানি চিত্র
সার্বিক রপ্তানি অবস্থা:
-
মোট রপ্তানি: ৪৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১টি দেশ ও অঞ্চল)
-
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার
-
খাতটির প্রবৃদ্ধি: ৮.৮৪%
দেশভিত্তিক প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ১৯.৭১ বিলিয়ন ডলার (৫০.১০%)
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
ইউরোপের ভেতরে প্রধান বাজারসমূহ:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
প্রবৃদ্ধি (২০২৪–২৫ অর্থবছরে):
-
ইইউ বাজারে: ৯.১০%
-
যুক্তরাষ্ট্রে: ১৩.৭৯%
-
কানাডায়: ১২.০৭%
আন্তর্জাতিক অবস্থান:
-
ডব্লিউটিও’র World Trade Statistics 2024 অনুযায়ী, চীনের পর বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।
উৎস:
i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওয়েবসাইট
iii) প্রথম আলো

0
Updated: 2 weeks ago
ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম-
Created: 6 days ago
A
টিএসপি
B
জিপসাম
C
এমওপি
D
ইউরিয়া
• ঘোড়াশাল সার কারখানা:
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি) নরসিংদী জেলায় অবস্থিত।
- পূর্বেকার ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (পিইউএফএফএল) একীভূত হয়।
- একিভূত হয়: ০১-০৭-২০২১ খ্রি.।
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি) গঠিত হয়।
- উৎপাদিত সার: ইউরিয়া।
উল্লেখ্য,
- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ প্রতিষ্ঠিত হয়:
১৯৭০ সালে নরসিংদী জেলায়।
- পলাশ ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয়: ১৯৮৫ সালে নরসিংদী জেলায়।

0
Updated: 6 days ago
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
Created: 1 week ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৭৮ সালে
বাংলাদেশে জনশুমারি দেশের জনসংখ্যা ও আর্থ-সামাজিক অবস্থা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি প্রতি দশ বছর অন্তর দেশের সব নাগরিক ও বসবাসকারীর তথ্য সংগ্রহ করে নীতি প্রণয়ন, পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।
-
১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়।
-
জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে প্রতি দশ বছর অন্তর দেশের আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা হয়।
-
এরপর ১৯৮১ সালে দ্বিতীয় শুমারি এবং পরবর্তীতে প্রতি দশ বছরে নিয়মিতভাবে শুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালের ১৫-২১ জুন দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করে।
-
২০২২ সালের শুমারি প্রথমবার Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে, ডিজিটাল ট্যাবলেট ব্যবহার করে পরিচালিত হয়।
-
তথ্যসংগ্রহে Modified De-facto পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে খানার সদস্যদের পাশাপাশি কর্তব্যরত ও ভ্রমণরত সদস্যদেরও তাদের নিজ নিজ খানায় গণনা অন্তর্ভুক্ত করা হয়।
-
এই পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহের সমস্ত প্রক্রিয়া তথ্যপ্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয়।

0
Updated: 1 week ago