বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে? [ আগস্ট,২০২৫]
A
বান্দরবান
B
খাগড়াছড়ি
C
চট্টগ্রাম
D
রাঙামাটি
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতি সবচেয়ে বেশি এবং এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলনামূলকভাবে সমৃদ্ধ।
-
বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট সংখ্যা: ৫০টি।
-
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী: ১৩টি।
-
সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা।
-
সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: মারমা।
-
জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস: রাঙামাটি।
0
Updated: 1 month ago
শহিদ আসাদ দিবস কোনটি?
Created: 1 month ago
A
১৯ জানুয়ারি
B
২০ জানুয়ারি
C
২৬ জানুয়ারি
D
১৪ জানুয়ারি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহিদ আসাদ একটি গুরুত্বপূর্ণ নাম। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল এবং আন্দোলনের গতি ত্বরান্বিত করেছিল। এই দিনটি স্মরণে প্রতিবছর শহিদ আসাদ দিবস পালিত হয়।
-
২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস পালন করা হয়।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে শহীদ হন।
-
সেদিন ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়।
-
শহিদ আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।
0
Updated: 1 month ago
সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Created: 1 month ago
A
একটি
B
তিনটি
C
দুইটি
D
চারটি
সুপ্রীম কোর্টের গঠন ও কার্যক্রম:
-
সুপ্রীম কোর্টের প্রধান:
-
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান হল প্রধান বিচারপতি।
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
-
বিভাগ:
-
সুপ্রীম কোর্টের দুটি বিভাগ রয়েছে:
-
হাইকোর্ট বিভাগ
-
আপিল বিভাগ
-
-
-
অন্য বিচারপতির নিয়োগ:
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
-
নিয়োগ যোগ্যতা:
-
বাংলাদেশী নাগরিক যিনি:
-
১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন, অথবা
-
১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকুরি করেছেন,
-
-
তাকে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগযোগ্য বিবেচনা করা হয়।
-
0
Updated: 1 month ago
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা বিশেষ স্বীকৃতি পেয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
গেরিলা
B
মাটির ময়না
C
আলী
D
মুক্তি
৭৮তম কান চলচ্চিত্র উৎসব – ২০২৫
-
আয়োজক ও স্থান: ১২–২৩ মে ২০২৫, কান শহর, ফ্রান্স
-
উল্লেখযোগ্য পুরস্কার:
-
স্বর্ণপাম: It Was Just an Accident, পরিচালনা: জাফর পানাহি
-
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (The Secret Agent)
-
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (Little Sister)
-
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (The Secret Agent)
-
বাংলাদেশের অর্জন:
-
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন: আলী (পরিচালনা: আদনান আল রাজীব)
-
সিনেমার গল্প: নারীকণ্ঠে গান গাইতে পারে এমন এক কিশোরকে কেন্দ্র করে।
0
Updated: 1 month ago