সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
A
ধ্বনিতত্ত্বে
B
রূপতত্ত্বে
C
বাক্যতত্ত্বে
D
অর্থতত্ত্বে
উত্তরের বিবরণ
সব ভাষার ব্যাকরণের প্রধানত চারটি বিষয়ের আলোচনা হয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়।
ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, বর্ণ বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

0
Updated: 11 hours ago
‘মনস্তাপ’- এর সন্ধিবিচ্ছেদ –
Created: 1 month ago
A
মন + তাপ
B
মনস + তাপ
C
মনো + তাপ
D
মনঃ + তাপ
মনস্তাপ = মনঃ+তাপ। বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়। যেমন: র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি। স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

0
Updated: 1 month ago
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-
Created: 3 months ago
A
ষড় + ঋতু
B
ষড়ু + ঋতু
C
ষট + ঋতু
D
ষট্ + ঋতু
‘ষড়ঋতু’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: ষট্ + ঋতু = ষড়ঋতু।
ষড়ঋতু শব্দটি এসেছে—
ষট্ + ঋতু = ষড়ঋতু
🔹 এখানে ‘ষট্’ শব্দের শেষে রয়েছে ব্যঞ্জন ধ্বনি ‘ট্’ এবং ‘ঋতু’ শব্দের শুরুতে রয়েছে স্বরধ্বনি ‘ঋ’।
🔹 ব্যঞ্জন ও স্বরধ্বনি মিলে যে সন্ধি গঠিত হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
🔸 তাই, ‘ষড়ঋতু’ একটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
ব্যঞ্জনসন্ধির আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ
সন্ধি রূপ | মূল শব্দ | সন্ধি ব্যাখ্যা |
---|---|---|
প্রাগুক্ত | প্রাক্ + উক্ত | ক্ + উ = গু |
ণিজন্ত | ণিচ্ + অন্ত | চ্ + অ = জ |
অজন্ত | অচ্ + অন্ত | চ্ + অ = জ |
ষড়ঙ্গ | ষট্ + অঙ্গ | ট্ + অ = ড |
ষড়ঋতু | ষট্ + ঋতু | ট্ + ঋ = ডৃ |
ষড়ৈশ্বর্য | ষট্ + ঐশ্বর্য | ট্ + ঐ = ডৈ |
ষড়ন | ষট্ + আনন | ট্ + আ = ড |
সদর্থক | সৎ + অর্থক | ত্ + অ = দ |
সদিচ্ছা | সৎ + ইচ্ছা | ত্ + ই = দ |
মৃদঙ্গ | মৃৎ + অঙ্গ | ত্ + অ = দ |
অবগ্নি | অপ্ + অগ্নি | প্ + অ = ব |
অবিন্ধন | অপ্ + ইন্ধন | প্ + ই = ব |
বিশেষ দ্রষ্টব্য:
উপরের প্রতিটি সন্ধিতে মূল দুটি শব্দের শেষে একটি ব্যঞ্জনধ্বনি এবং অপরটির শুরুতে একটি স্বরধ্বনি রয়েছে। এই মিলনে ব্যঞ্জনসন্ধি ঘটে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 2 months ago
A
পড়ার সুবিধা
B
লেখার সুবিধা
C
উচ্চারণের সুবিধা
D
শোনার সুবিধা
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 2 months ago