‘হাড়-হাভাতে’ বাগ্ধারাটির অর্থ কী?
A
হতভাগ্য
B
নিরেট মূর্খ
C
চক্ষুশূল
D
নিতান্ত অলস
উত্তরের বিবরণ
"হাড় হাভাতে" বাগধারার অর্থ হতভাগ্য। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা : ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ), ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা), নেই আঁকড়া (একগুঁয়ে), তাসের ঘর (ক্ষণস্থায়ী বস্তু)।
0
Updated: 1 month ago
কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?
Created: 1 day ago
A
সাতেও না পাঁচেও না
B
দা-কুমড়া
C
সাপে-নেউলে
D
আদায়-কাঁচকলায়
স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে সাতেও না পাঁচেও না।
‘সাতেও না পাঁচেও না’ বাগধারার অর্থ হলো কোনো দলের অন্তর্ভুক্ত নয় বা স্বতন্ত্র থাকা।
-
উদাহরণ: “সে সবসময় সাতেও না পাঁচেও না অবস্থানে থাকে”—এখানে ব্যক্তি কোনো গোষ্ঠী বা দলে নিজেকে আবদ্ধ করে না বোঝানো হয়েছে।
-
অন্যান্য বিকল্প:
-
দা-কুমড়া, সাপে-নেউলে, আদায়-কাঁচকলায়—এগুলো মূলত শত্রুতা বা বিবাদ বোঝায়।
-
-
বাংলা ভাষায় বাগধারা স্বল্প শব্দে গভীর অর্থ প্রকাশ করে।
-
সাহিত্য ও কথ্যভাষায় এটি স্বাতন্ত্র্য বা স্বকীয়তা বোঝাতে ব্যবহৃত হয়।
-
শিক্ষার্থীদের জন্য বাগধারা বোঝা, প্রয়োগ ও অর্থ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ উদাহরণ।
0
Updated: 1 day ago
'গুরুত্বহীন লোক' - অর্থে কোন বাগ্ধারটি ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
উলুখাগড়া
B
ঘণ্টাগরুড়
C
কুমড়ো কাটা বটঠাকুর
D
গোঁয়ার গোবিন্দ
‘উলুখাগড়া’ বাগ্ধারার অর্থ: গুরুত্বহীন লোক
‘গোঁয়ার গোবিন্দ’: কাণ্ডজ্ঞানহীন
‘কুমড়ো কাটা বটঠাকুর’: অকর্মণ্য লোক
‘ঘণ্টাগরুড়’: অকর্মণ্য লোক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
‘শিবরাত্রির সলতে’ বাগধারার অর্থ?
Created: 1 week ago
A
একমাত্র সন্তান
B
কন্যা সন্তান
C
পুত্র সন্তান
D
যমজ
‘শিবরাত্রির সলতে’ বাগধারার অর্থ হলো একমাত্র সন্তান। এই বাগধারাটি এমন কোনো ব্যক্তি বা সন্তানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার ভাই-বোন নেই এবং সে পরিবারের একমাত্র সন্তান হিসেবে বিশেষ মর্যাদা বা ভালোবাসা পায়।
-
‘শিবরাত্রি’ হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব, যেখানে শিবপূজার জন্য প্রদীপে একটি মাত্র সলতে জ্বালানো হয়। এখান থেকেই বাগধারাটির উৎপত্তি।
-
এই প্রবাদটি প্রতীকী অর্থে বোঝায় যে যেমন শিবরাত্রিতে একটিমাত্র সলতে জ্বলে, তেমনি পরিবারের একমাত্র সন্তানও একাই পরিবারের সমস্ত ভালোবাসা ও যত্ন পায়।
-
বাংলা সাহিত্য ও লোকভাষায় এটি প্রায়ই স্নেহ বা কৌতুকের ভঙ্গিতে ব্যবহার করা হয়।
-
উদাহরণ: রতন তাদের শিবরাত্রির সলতে — ওর একা সন্তান বলেই সবাই ওকে খুব আদর করে।
0
Updated: 1 week ago