বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের অনুযায়ী, বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলো বিভিন্ন ধরণের হিসেবে ভাগ করা যায়, যা লেখায় প্রয়োজনীয় বিরাম বা বাক্য বিভাজনের কাজ করে।
অন্ত্যযতিচিহ্ন:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)
অভ্যন্তর যতিচিহ্ন:
৫. কমা (,)
৬. সেমিকোলন (;)
৭. হাইফেন (-)
৮. ড্যাশ (_)
৯. কোলন (:)
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.)
অন্যান্য যতিচিহ্ন:
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...)
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...' / "…")
১৫. বন্ধনীচিহ্ন (({{-]}))
১৬. বিকল্পচিহ্ন (/)