এক কথায় প্রকাশ
বর্ণনা | এক কথায় প্রকাশ |
---|---|
যা অপনয়ন করা কষ্টকর | দূরপনেয় |
যা অপনয়ন করা যায় না | অনপনেয় |
যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
যা বহন করা যাচ্ছে | নীয়মান |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
ভাষার মূল উপাদান কোনটি?
A
ধ্বনি
B
শব্দ
C
বাক্য
D
অর্থ
উত্তরের বিবরণ
ভাষার মূল উপাদান- ‘ধ্বনি’। তাছাড়া, বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম – শব্দ। ভাষার মূল উপকরণ/প্রাণ – বাক্য। ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক – ধ্বনি এবং বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।
0
Updated: 11 hours ago
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 4 weeks ago
A
অনপনেয়
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
নীয়মান
0
Updated: 4 weeks ago
'শ' বর্ণের [শ] উচ্চারণের উদাহরণ কোনটি?
Created: 1 week ago
A
সাধারণ
B
শত
C
শৃগাল
D
শ্রমিক
বাংলা ভাষায় শ, ষ, স তিনটি বর্ণ থাকলেও উচ্চারণে এদের মধ্যে অনেক সময় মিল লক্ষ্য করা যায়। ধ্বনিগত কারণে এগুলোর উচ্চারণ প্রসঙ্গভেদে পরিবর্তিত হয়।
শ বর্ণ কখনো [শ], আবার কখনো [স] উচ্চারণে প্রকাশ পায়।
স বর্ণ কখনো [শ], আবার কখনো [স] উচ্চারণে প্রকাশিত হয়।
ষ বর্ণ সর্বদা [শ] উচ্চারণে ব্যবহৃত হয়।
উদাহরণ:
শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]
শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক্], শৃগাল [সৃগাল্]
ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]
স বর্ণের [শ] উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্নো]
স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্]
0
Updated: 1 week ago
'তপন' শব্দের অর্থ কী?
Created: 3 weeks ago
A
ফুল
B
চাঁদ
C
রাত
D
সূর্য
Meaning / অর্থ:
সূর্য, ভানু
গ্রীষ্মকাল
সূর্যকান্তমণি
আকন্দগাছ
রবি
তপন
ভানু
ভাস্কর
আদিত্য
সবিতা
প্রভাকর
দিবাকর
বিভাবসু
মার্তণ্ড
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 3 weeks ago