ভাষার মূল উপাদান কোনটি?
A
ধ্বনি
B
শব্দ
C
বাক্য
D
অর্থ
উত্তরের বিবরণ
ভাষার মূল উপাদান- ‘ধ্বনি’। তাছাড়া, বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম – শব্দ। ভাষার মূল উপকরণ/প্রাণ – বাক্য। ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক – ধ্বনি এবং বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।
0
Updated: 1 month ago
‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
Created: 1 month ago
A
আরবি
B
উর্দু
C
ফারসি
D
তুর্কি
বাংলা একাডেমি প্রকাশিত আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘মর্সিয়া’ একটি বিশেষ্য পদ, যা ফারসি ভাষা থেকে আগত শব্দ। সাধারণভাবে এটি শোকগাথা বা শোকবিষয়ক কবিতা বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষত কারো মৃত্যু বা শোকাবহ ঘটনার বর্ণনায় মর্সিয়া রচনা করা হয়ে থাকে।
0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 2 days ago
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি।
-
ধ্বনি এমন একক যা উচ্চারণের মাধ্যমে অর্থবোধক পার্থক্য সৃষ্টি করে। যেমন— “কাল” ও “চাল” শব্দে ‘ক’ ও ‘চ’ ধ্বনির ভিন্নতায় অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়।
-
এটি ভাষার মৌলিক গঠন উপাদান, যা শব্দ, পদ ও বাক্য গঠনের মূল ভিত্তি।
-
বর্ণ হলো ধ্বনির লিখিত প্রতিরূপ, কিন্তু ধ্বনি কেবল শোনা যায়, লেখা যায় না।
-
শব্দ হলো একাধিক ধ্বনির সংযোগে গঠিত অর্থপূর্ণ একক, তাই এটি ধ্বনির তুলনায় বৃহত্তর।
-
অক্ষর ধ্বনি ও বর্ণের মিলিত প্রতিরূপ হিসেবে ব্যবহৃত হয়, যা লিখিত ভাষায় প্রযোজ্য।
-
ভাষাবিজ্ঞানে ধ্বনিতত্ত্ব (Phonetics) শাখায় ধ্বনি নিয়ে আলোচনা করা হয়।
-
ধ্বনির পরিবর্তনে শব্দের অর্থ, ব্যাকরণিক রূপ ও ভাষার ছন্দ পরিবর্তিত হতে পারে।
0
Updated: 2 days ago
প্রথম বাংলা ভাষার ব্যাকরণগ্রন্থ কে লেখেন?
Created: 2 months ago
A
রামমোহন রায়
B
নাথিনিয়েল ব্রাসি হ্যালহেড
C
উইলিয়াম কেরী
D
সুনীতিকুমার চট্টোপধ্যায়
বাংলা ভাষার ১ম ব্যাকরণ রচনা করেন ম্যানোএল দা আসসম্পাসাঁউ (১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়) 2. A Grammar of the Bengal Language: নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ (১৭৭৮ সালে ইংরেজি ভাষায়) 3. গৌড়িয় ব্যাকরণঃ রাজা রামমোহন রায়। (১৮৩৩ সালে বাংলা ভাষায়)
0
Updated: 2 months ago