‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
লে + অন
B
লব + অন
C
লো + অন
D
ল + বন
উত্তরের বিবরণ
স্বরবর্ণ পরে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।

0
Updated: 11 hours ago
‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
কৃ+ক্তি
B
কৃষ+তি
C
কৃঃ+তি
D
কৃষ+টি
সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কৃষ্টি। 'তি' (ক্তি) প্রত্যয় যোগে গঠিত 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কৃষ্ + তি । এরূপ—√দৃশ + তি = দৃষ্টি, শ্রম্ + তি = শ্রান্তি, √ভজ্ + তি = ভক্তি ইত্যাদি ।

0
Updated: 1 week ago
'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
Created: 3 weeks ago
A
দুঃ + অবস্থা
B
দুর + বস্থা
C
দূর + বস্থা
D
দূর + অবস্থা
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি হলো সেই সন্ধি যেখানে বিসর্গ (ঃ) বা র্/স্-এর সাথে পরবর্তী শব্দের স্বর বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে নতুন রূপ গঠন করে।
বিসর্গ সন্ধি দুই ধরনের হয়:
-
বিসর্গ + স্বর
-
বিসর্গ + ব্যঞ্জন
বিসর্গ + স্বর সন্ধি
যদি পূর্বপদের শেষে অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির আগে বিসর্গ থাকে এবং পরপদের শুরুতে স্বরধ্বনি থাকে, তাহলে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়ম ও উদাহরণ:
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন = নিরন্ন
-
বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার = নিরাকার
-
নিঃ + আশা = নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা = দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা = দুরাত্মা
-
দুঃ + আশা = দুরাশা
-
উৎস: ড. হায়াৎ মামুদ, ভাষা শিক্ষা

0
Updated: 3 weeks ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 2 months ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago