‘ব্যাঙের সর্দি’ বাগধারার অর্থ হলো অসম্ভব ব্যাপার।
অন্যদিকে,
-
‘বিড়াল তপস্বী’ বাগধারার অর্থ ভণ্ড লোক।
-
‘বকধার্মিক’ বাগধারার অর্থ ভণ্ড লোক।
-
‘একাদশে বৃহস্পতি’ বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়।
-
‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারার অর্থ অপদার্থ বা অকেজো।
‘সিঁদুরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?
A
বড়ো বিপদ
B
অল্পে ভয়
C
বিপদের আশঙ্কা
D
আকাশ লাল
উত্তরের বিবরণ
'সিঁদুরে মেঘ' বলতে মূলত সেই অবস্থাকে বোঝায় যেখানে, পূর্বের বিপদের অভিজ্ঞতার কারণে কেউ অল্প কিছু লক্ষণ দেখেই ভয় পেয়ে যায়। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায় - বড় বিপদের অভিজ্ঞতা অকারণেই ভীত করে তোলে। এখান থেকে উত্তর দিয়েছি।
0
Updated: 11 hours ago
‘ব্যাঙের সর্দি’ বাগ্ধারাটির অর্থ -
Created: 6 days ago
A
সৌভাগ্যের বিষয়
B
ভণ্ড লোক
C
অসম্ভব ব্যাপার
D
অপদার্থ
0
Updated: 6 days ago
স্বেচ্ছাচারী ব্যক্তি” কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
Created: 3 weeks ago
A
বুদ্ধির ঢেকি
B
পোয়া বারো
C
ধর্মের ষাঁড়
D
রাহুর দশা
ক) বুদ্ধির ঢেকি – যে কোনো কিছুতেই বুদ্ধি খাটায়, কিন্তু কাজের কাজ করে না।
খ) পোয়া বারো – খুবই সুখের সময়, চরম আনন্দ বা সুযোগপ্রাপ্তি।
গ) ধর্মের ষাঁড় – যে ধর্মের দোহাই দিয়ে অন্যায়ভাবে, স্বেচ্ছাচারীভাবে আচরণ করে।
ঘ) রাহুর দশা – দুঃসময়, অশুভ পরিস্থিতি।
সঠিক উত্তর: গ) ধর্মের ষাঁড়
0
Updated: 3 weeks ago
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Created: 4 months ago
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
0
Updated: 4 months ago