‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
A
বৃহৎ বিষয়
B
গ্রন্থ
C
ছোটোগল্প
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
’সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়। ১৪শ শতকে মাধব কন্দলী অসমীয়া ভাষায় সম্ভকাও রামায়ণ নামে বাল্মীকি রামায়ণ অনুবাদ করেন। এটি সাতটি খণ্ডে বিভক্ত ছিল এবং আকার ছিল বড় ও বিস্তৃত।

0
Updated: 11 hours ago
বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের–
Created: 4 weeks ago
A
বিশেষ অর্থ প্রকাশ করে
B
আভিধানিক অর্থ প্রকাশ করে
C
আক্ষরিক অর্থ প্রকাশ করে
D
অতিরিক্ত অর্থ প্রকাশ করে
বাগধারা বা বাগবিধি হলো কোনো ভাষার স্থায়ী রূপে ব্যবহৃত এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ, যেগুলোর আক্ষরিক অর্থে বোঝানো যায় না, বরং এগুলো একটি বিশেষ অর্থ প্রকাশ করে।
যেমন:
-
পুকুর চুরি → খুব বেশি লাভ করা (এখানে সত্যি সত্যি পুকুর চুরি বোঝানো হয়নি, বরং বিশেষ অর্থে ব্যবহার হয়েছে)।
-
তিলকে তাল করা → ছোট বিষয়কে বড় করা।
অতএব, বাগধারা বা বাগবিধি মূলত শব্দের আক্ষরিক বা আভিধানিক অর্থ নয়, বরং রূপক বা বিশেষ অর্থ প্রকাশ করে।

0
Updated: 4 weeks ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'উনপাঁজুরে'
Created: 1 week ago
A
একমাত্র সম্বল
B
কিছু না জানা
C
ন্যাকামি
D
দুর্বল
নিচে প্রদত্ত বাগধারাগুলোর অর্থ整理 করা হলো।
-
উনপাঁজুরে – দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
আদিখ্যেতা – ন্যাকামি
-
অন্ধকারে থাকা – কিছু না জানা
-
অন্ধের যষ্টি – একমাত্র সম্বল

0
Updated: 1 week ago
’চক্ষুদান করা’ – বাগধারাটির অর্থ কী?
Created: 3 weeks ago
A
পক্ষপাতিত্ব করা
B
সৌভাগ্য লাভ
C
চুরি করা
D
নষ্ট করা
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা । যেমন - পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।

0
Updated: 3 weeks ago