'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
A
হুতোম প্যাঁচার নক্সা
B
আলালের ঘরের দুলাল
C
সধবার একাদশী
D
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
উত্তরের বিবরণ
আলালের ঘরের দুলাল
- আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস।
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
• এছাড়াও চরিত্রে হচ্ছে-
- বাবুরাম,
- বাবুরামের পুত্র মতিলাল,
- ধূর্ত উকিল বটলর,
- অর্থলোভী বাঞ্ছারাম,
- তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।
-------------------------
• প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়,
- আধ্যাত্মিকা।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
জ্ঞানদাস রচিত বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ -
Created: 1 month ago
A
প্রেমসাগর ও গোপাললীলা
B
মাথুর ও মুরলীশিক্ষা
C
বৃন্দাবনলীলা ও রাধামাধব
D
পদাবলী ও গীতগোবিন্দ
জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বৈষ্ণব সাধকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
জ্ঞানদাসের সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ দিকগুলো—
-
প্রথম ব্যক্তি যিনি ‘ষোড়শ-গোপাল’ রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
বাংলা ও ব্রজভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
-
পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো সরল সুরে পদ রচনা করেছেন, যা পাঠককে সহজে আকৃষ্ট করে।
-
প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মূল বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
'গাজী মিয়াঁ' কার ছদ্মনাম?
Created: 3 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
ইসমাইল হোসেন সিরাজী
C
ফররুখ আহমেদ
D
সৈয়দ ওয়ালীউল্লাহ
মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক, যিনি উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃৎ হিসেবে খ্যাত এবং বঙ্কিমযুগের গুরুত্বপূর্ণ গদ্যশিল্পী।
-
জন্ম ও সাহিত্যিক শুরু: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ; ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'-র মফঃস্বল সংবাদদাতা হিসেবে কাজ করেন, এখান থেকেই সাহিত্যজীবনের শুরু।
-
সাহিত্যগুরু ও সম্পাদনা: গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু; তিনি 'আজিজননেহার' ও 'হিতকরী' নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছেন।
-
ছদ্মনাম ও প্রথম গ্রন্থ: 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন; প্রথম গ্রন্থ 'রত্নবতী' (১৮৬৯), যা মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
0
Updated: 3 weeks ago
কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 1 month ago
A
কল্লোল
B
বিজলী
C
দৈনিক নবযুগ
D
মোসলেম ভারত
কাজী নজরুল ইসলাম সাংবাদিকতাতেও সক্রিয় ছিলেন এবং কিছু পত্রিকার সম্পাদক ও পরিচালকের ভূমিকায় ছিলেন। তিনি কমরেড মুজাফ্ফর আহমদ এর সঙ্গে যৌথভাবে ‘দৈনিক নবযুগ’ পত্রিকা সম্পাদনা করেছেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা:
-
ধূমকেতু – ১৯২২ সালে প্রকাশিত।
-
লাঙ্গল – ১৯২৫ সালে প্রকাশিত; পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
অন্য পত্রিকাগুলো ও তাদের সম্পাদক:
-
বিজলী – সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
-
মোসলেম – ১৯২৮ সালে প্রকাশিত; সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
-
কল্লোল – সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাশ।
উৎস:
0
Updated: 1 month ago