-
Form and Tone: কবিতাটি একটি Ode, অর্থাৎ এমন এক ধরনের lyrical form যা সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা প্রাকৃতিক সত্ত্বাকে praise বা glorify করার জন্য লেখা হয়। প্রথম লাইন "Hail to thee, blithe Spirit!" থেকেই tone একেবারে awe এবং adoration-এ ভরা।
-
Dominant Emotion: পুরো কবিতায় speaker একেবারে মোহিত হয়ে গেছে skylark-এর pure এবং unadulterated joy-তে। বেশিরভাগ stanza-ই এই happiness-কে rapturous terms-এ বর্ণনা করেছে।
-
The Role of Melancholy: এখানে মানুষের দুঃখ বা melancholy-র অংশ ("We look before and after, / And pine for what is not... Our sweetest songs are those that tell of saddest thought") মূলত contrast তৈরি করেছে। অর্থাৎ human sadness-কে dark background হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে skylark-এর joy আরও বেশি উজ্জ্বল ও unique হয়ে ওঠে।
-
Final Understanding: melancholy যদিও crucial theme, তবে recurring mood হচ্ছে skylark-এর আনন্দময়, perfect existence-কে speaker-এর joyful celebration।
The recurring mood of the poem can best be described as:
A
Melancholy and despairing
B
Joyful and celebratory
C
Bitter and regretful
D
Calm and indifferent
উত্তরের বিবরণ
To a Skylark কবিতাটি মানুষের দুঃখ–কষ্ট নিয়ে কথা বললেও তার আসল বিষয়বস্তু হচ্ছে skylark-এর আনন্দময় গান ও অস্তিত্বকে উদযাপন করা। বিষয়গুলোকে পরিষ্কারভাবে সাজালে দাঁড়ায়:
0
Updated: 1 month ago
A famous ode, 'Ode to the West Wind' was written by -
Created: 1 month ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
T.S. Eliot
D
John Keats
Ode to the West Wind কবিতাটি রচনা করেছেন P.B. Shelley এবং এটি ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতায় Shelley West Wind-এর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন এবং তার প্রলয়ংকারী ক্ষমতা ও বৈপ্লবিক শক্তিকে সমাদর করেছেন। কবিতার লেখা স্থান হলো Cascine wood near Florence, Italy। কিছু মতামত অনুযায়ী, Shelley এই কবিতা তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছিলেন। কবিতায় passionate language এবং symbolic imagery-এর অনন্য ব্যবহার লক্ষ্য করা যায়, যা বৈপ্লবিক চিন্তা এবং আশাবাদের প্রকাশ।
• Ode to the West Wind:
-
প্রকাশ: ১৮২০
-
প্রধান বিষয়: West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা ও বৈপ্লবিক শক্তি
-
লেখা স্থান: Cascine wood near Florence, Italy
-
কিছু মতে, লেখা হয়েছিল Shelley-এর পুত্র William-এর মৃত্যুশোকে
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
• P.B. Shelley:
-
একজন English Romantic poet
-
তিনি ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়ের প্রতি তার passionate অনুসন্ধানকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন
-
সাহিত্যে তিনি ইংরেজির অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে গণ্য
-
Best works (Poems): Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!" The extract is taken from P. B. Shelley's poem—
Created: 1 month ago
A
The Cloud
B
To a Skylark
C
Ode to the West Wind
D
Adonais
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
এই অংশে কবি পি. বি. শেলি–এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এখানে কবি নিজের অসহায়তার চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি নিজেকে ঢেউ, পাতা বা মেঘের মতো তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
জীবনের কাঁটায় তিনি পড়ে গেছেন এবং রক্তাক্ত হয়েছেন—এই চিত্রকল্প মানবজীবনের সংগ্রাম ও বেদনার গভীরতা প্রকাশ করে।
P. B. Shelley–এর উল্লেখযোগ্য উক্তি:
-
If winter comes, can spring be far behind? (Ode to the West Wind)
-
Our sweetest songs are those that tell of saddest thoughts. (Ode to a Skylark)
-
The more we study the more we discover our ignorance.
P. B. Shelley–এর শ্রেষ্ঠ রচনা:
-
Prometheus Unbound
-
The Cenci
-
Queen Mab
-
Hymn to Intellectual Beauty
-
Adonais
-
To a Skylark
-
Ode to the West Wind
-
Mont Blanc
0
Updated: 1 month ago
What mythological figure is used to describe storm clouds?
Created: 2 months ago
A
Apollo
B
Maenad
C
Pan
D
Orpheus
দ্বিতীয় canto-তে ঝড়ের মেঘকে তুলনা করা হয়েছে Maenad-এর এলোমেলো চুলের সঙ্গে। Maenad ছিল Dionysus-এর পূজায় নৃত্যরত এক উন্মত্ত নারী। এই উপমা ঝড়ের মেঘের ভয়ংকর ও অশান্ত প্রকৃতিকে ফুটিয়ে তোলে।
1
Updated: 2 months ago