Which of the following is Not compared to the skylark’s song in the poem?
A
A poet’s song
B
A maiden’s song
C
A lover’s voice
D
A soldier’s cry
উত্তরের বিবরণ
Percy Bysshe Shelley তার কবিতা "To a Skylark"-এ skylark-এর গানের সৌন্দর্য বোঝাতে একাধিক delicate similes ব্যবহার করেছেন। এখানে তিনি বিভিন্ন কিছুর সঙ্গে তুলনা করেছেন, যা কবিতার মূল ভাবকে আরও সমৃদ্ধ করেছে।
-
Poet’s song: Shelley skylark-কে তুলনা করেছেন এক কবির সঙ্গে— "Like a poet hidden / In the light of thought..."। এখানে বোঝানো হয়েছে যে, যেমন একজন কবি নিজের চিন্তায় হারিয়ে গিয়ে সৃজনশীল গান রচনা করে, skylark-এর গানও তেমনই সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক।
-
Maiden’s song: আবার একে তুলনা করা হয়েছে এক high-born maiden-এর গানের সঙ্গে— "Like a high-born maiden / In a palace-tower, / Soothing her love-laden / Soul in secret hour..."। এখানে বোঝানো হয়েছে প্রেমে আচ্ছন্ন এক কুমারীর অন্তরঙ্গ গান, যা মধুর ও আবেগপূর্ণ।
-
Love/romance-এর ধারণা: কবিতায় বলা হয়েছে, "music sweet as love", যা skylark-এর গানের মধ্যে প্রেম ও আকাঙ্ক্ষার অনুভূতি এনে দেয়। এতে বোঝা যায়, কবি গানের সঙ্গে love and longing-এর সম্পর্ক খুঁজে পেয়েছেন।
তবে Shelley কখনো skylark-এর গানকে soldier’s cry-এর সঙ্গে তুলনা করেননি। কারণ সৈন্যের আর্তনাদ বা যুদ্ধের শব্দ বোঝায় war, pain, and violence, যা সম্পূর্ণ বিপরীত skylark-এর joyful and ethereal song এবং কবির উদযাপিত “blithe Spirit”-এর।
0
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 11?
Created: 2 months ago
A
A rose
B
A star
C
A river
D
A lamp
একাদশ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a rose embower’d in its own green leaves।” গোলাপের সৌন্দর্য যেমন পাতার আড়ালে লুকিয়ে থাকে, তেমনি Skylark আকাশে অদৃশ্য থেকেও তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। এটি প্রকৃতির গোপন সৌন্দর্যের প্রতীক।
1
Updated: 2 months ago
What does Shelley wish to become in Canto IV?
Created: 2 months ago
A
A flower, a tree, a star
B
A wave, a leaf, a cloud
C
A flame, a bird, a storm
D
A mountain, a stone, a river
চতুর্থ canto-তে Shelley তার ব্যক্তিগত বেদনা প্রকাশ করে বলেন, তিনি যদি তরঙ্গ, পাতা বা মেঘ হতে পারতেন তবে পশ্চিম বাতাস তাকে ভাসিয়ে নিয়ে যেত। এখানে কবির আকাঙ্ক্ষা প্রকৃতির শক্তির সঙ্গে মিশে যেতে।
2
Updated: 2 months ago
What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
Created: 1 month ago
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago