Why does the speaker call the skylark a "blithe Spirit"?
A
Because it is happy and carefree
B
Because it represents physical beauty
C
Because it exists only in the poet’s imagination
D
Because it is a symbol of melancholy
উত্তরের বিবরণ
"blithe" শব্দের মানে হলো joyous, happy এবং carefree—অর্থাৎ এক ধরনের casual cheerfulness। কবিতার প্রথম লাইন থেকেই স্পিকার Skylark-এর এই বিশেষ গুণকে তুলে ধরেছেন।
-
Blithe শব্দের অর্থ হলো joyous, happy এবং carefree, অর্থাৎ এমন এক ধরনের আনন্দ যা casual cheerfulness প্রকাশ করে।
-
কবিতার শুরুতেই, "Hail to thee, blithe Spirit!" লাইনটি Skylark-এর pure, unadulterated joy প্রকাশ করে।
-
পুরো কবিতাটি আসলে Skylark-এর happiness নিয়ে একটি exploration, যেখানে স্পিকার মানুষের pain এবং worry-এর সঙ্গে এর contrast করেছেন।
-
Skylark-এর song-কে তিনি "unpremeditated art" বলেছেন, যা তার pure gladness থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়।
-
মানুষের জীবন এর বিপরীতে এমন যে, তারা সবসময় "look before and after, / And pine for what is not", অর্থাৎ অতীত–ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং যা নেই তার জন্য হাহুতাশ করে।
-
তাই Skylark-কে "blithe Spirit" বলা তার carefree এবং ecstatic happiness-এর প্রতীক হিসেবে perfectly উপযুক্ত।
0
Updated: 1 month ago
Ozymandias, a sonnet about the ruins of a statue, was authored by:
Created: 1 month ago
A
Percy Bysshe Shelley
B
Samuel Taylor Coleridge
C
Robert Browning
D
Alfred Lord Tennyson
“Ozymandias” একটি বিখ্যাত সনেট, যেখানে ভগ্নপ্রায় এক প্রতিমার মাধ্যমে মানুষের অহংকার ও ক্ষমতার ক্ষণস্থায়িত্ব প্রকাশ পেয়েছে। কবিতায় দেখা যায়, এক ভাস্কর তার শাসকের শক্তি ও মহিমার প্রশংসা করলেও আজ সেই মহিমা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে রাজত্ব, ক্ষমতা কিংবা অহংকার চিরস্থায়ী নয়; সময় সবকিছুকে ভেঙে দেয়। কবিতাটি মানুষের অহংকার বনাম প্রাকৃতিক ও ঐতিহাসিক শক্তির এক গভীর প্রতীকী রূপক হিসেবে দাঁড়িয়েছে। এই সনেটটি রচনা করেছিলেন ইংরেজি রোমান্টিক কবি Percy Bysshe Shelley। তাই সঠিক উত্তর হলো – ক) Percy Bysshe Shelley।
বিস্তারিত আলোচনা
Ozymandias
-
এটি Percy Bysshe Shelley রচিত একটি কবিতা।
-
এটি একটি Sonnet।
-
প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে ফারাও রামসেস II-এর গ্রীক নাম।
-
কবিতার প্রধান শিক্ষা হলো, ক্ষমতা ও অহংকার ক্ষণস্থায়ী।
-
যত শক্তিশালী ও ক্ষমতাবান শাসকই হোক না কেন, তার আধিপত্য সময়ের সাথে ধ্বংস হয়ে যায়।
P. B. Shelley
-
তিনি একজন ইংরেজি রোমান্টিক কবি।
-
তাঁর রচনায় ব্যক্তিগত প্রেম, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও মানবমুক্তির প্রতি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
-
Shelley-র কবিতা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে স্বীকৃত।
Best Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
0
Updated: 1 month ago
Which of the following is Not compared to the skylark’s song in the poem?
Created: 1 month ago
A
A poet’s song
B
A maiden’s song
C
A lover’s voice
D
A soldier’s cry
Percy Bysshe Shelley তার কবিতা "To a Skylark"-এ skylark-এর গানের সৌন্দর্য বোঝাতে একাধিক delicate similes ব্যবহার করেছেন। এখানে তিনি বিভিন্ন কিছুর সঙ্গে তুলনা করেছেন, যা কবিতার মূল ভাবকে আরও সমৃদ্ধ করেছে।
-
Poet’s song: Shelley skylark-কে তুলনা করেছেন এক কবির সঙ্গে— "Like a poet hidden / In the light of thought..."। এখানে বোঝানো হয়েছে যে, যেমন একজন কবি নিজের চিন্তায় হারিয়ে গিয়ে সৃজনশীল গান রচনা করে, skylark-এর গানও তেমনই সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক।
-
Maiden’s song: আবার একে তুলনা করা হয়েছে এক high-born maiden-এর গানের সঙ্গে— "Like a high-born maiden / In a palace-tower, / Soothing her love-laden / Soul in secret hour..."। এখানে বোঝানো হয়েছে প্রেমে আচ্ছন্ন এক কুমারীর অন্তরঙ্গ গান, যা মধুর ও আবেগপূর্ণ।
-
Love/romance-এর ধারণা: কবিতায় বলা হয়েছে, "music sweet as love", যা skylark-এর গানের মধ্যে প্রেম ও আকাঙ্ক্ষার অনুভূতি এনে দেয়। এতে বোঝা যায়, কবি গানের সঙ্গে love and longing-এর সম্পর্ক খুঁজে পেয়েছেন।
তবে Shelley কখনো skylark-এর গানকে soldier’s cry-এর সঙ্গে তুলনা করেননি। কারণ সৈন্যের আর্তনাদ বা যুদ্ধের শব্দ বোঝায় war, pain, and violence, যা সম্পূর্ণ বিপরীত skylark-এর joyful and ethereal song এবং কবির উদযাপিত “blithe Spirit”-এর।
0
Updated: 1 month ago
What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
Created: 1 month ago
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago