Choose the correct sentence :
A
He likes reading, to swim, and biking.
B
He likes to read, swim, and biking.
C
He likes reading, swimming, and biking.
D
He likes read, swim, and bike.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) He likes reading, swimming, and biking।
-
বাক্যটিতে তিনটি কাজের নাম বলা হয়েছে: পড়া, সাঁতার কাটা ও সাইকেল চালানো।
-
তিনটিই -ing (gerund), যা parallel structure বজায় রাখে।
-
তাই বাক্যটি ব্যাকরণগতভাবে এবং প্রাকৃতিকভাবে সঠিক।
Other options:
-
ক) reading, to swim, and biking
-
ভুল, কারণ gerund এবং infinitive মিশ্রিত হয়েছে; parallel structure ভেঙে গেছে।
-
-
খ) to read, swim, and biking
-
ভুল, কারণ শেষটি gerund (biking) এবং বাকিগুলি infinitive; parallel structure ঠিক নেই।
-
-
ঘ) read, swim, and bike
-
ভুল, কারণ bare verbs “likes” এর পরে ব্যবহার করা হয়েছে; অপ্রাকৃতিক এবং ব্যাকরণগতভাবে ভুল।
-
0
Updated: 1 month ago
Which of the following is a Coordinating Conjunction?
Created: 2 months ago
A
After
B
If
C
Once
D
Nor
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।
0
Updated: 2 months ago
What is the most appropriate synonym of the word, 'Menacing' from the options below:
Created: 2 months ago
A
Encouraging
B
Alarming
C
Promising
D
Auspicious
Menacing (verb transitive)
-
ভীতি প্রদর্শন করা; হুমকি দেওয়া।
অপশনগুলোর অর্থ:
ক) Encouraging (verb transitive): উৎসাহ দেওয়া, সাহস জোগানো, আশ্বস্ত করা।
খ) Alarming (participial adjective): আতঙ্কজনক, ভীতিকর, বিপদের আশঙ্কা জাগায় এমন।
গ) Promising (adjective): প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময়, প্রতিশ্রুতিপূর্ণ।
ঘ) Auspicious (adjective): শুভ, অনুকূল, মঙ্গলজনক, শুভক্ষণ নির্দেশক।
বিশ্লেষণ:
উপরের শব্দগুলোর অর্থ লক্ষ্য করলে দেখা যায়, Menacing শব্দটি ভীতিপ্রদ বা হুমকিসূচক অর্থে ব্যবহৃত হয়। প্রদত্ত অপশনগুলির মধ্যে Alarming একই ধরনের ভীতিকর বা আতঙ্কজনক ধারণা প্রকাশ করছে।
তাই, সঠিক উত্তর হলো Alarming।
Source: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 2 months ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 2 months ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago