Synonym of “Obstreperous”?
A
Noisy
B
Silent
C
Disciplined
D
Clever
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ক) Noisy।
Obstreperous (Adj)
-
Bangla Meaning: উচ্ছৃঙ্খল; অবাধ্য
-
English Meaning: marked by unruly or aggressive noisiness; clamorous
Noisy (Adj)
-
Bangla Meaning: কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ
-
English Meaning: making noise
Other options:
-
খ) Silent
-
Bangla Meaning: নীরব; শব্দহীন
-
English Meaning: making no utterance; not speaking or making noise
-
-
গ) Disciplined
-
Bangla Meaning: শিষ্য; কোনো নেতা, ধর্মমত, শিল্পধারা ইত্যাদির অনুসারী; ভক্ত
-
English Meaning: marked by or possessing discipline
-
-
ঘ) Clever
-
Bangla Meaning: চালাক; চতুর; দক্ষ
-
English Meaning: skillful or adroit in using the hands or body; nimble
-
0
Updated: 1 month ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 2 months ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago
The antonym of the word "Wane" is -
Created: 2 months ago
A
Relish
B
Coarse
C
Increase
D
Decline
• Wane (Verb, Noun)
-
English Meaning: To decrease gradually in strength, intensity, or importance.
-
Bangla Meaning: ক্রমশ হ্রাস পাওয়া; দুর্বলতর বা কমে যাওয়া।
-
Synonyms: Subside, Diminish, Decrease, Decline
-
Antonyms: Rise, Grow, Increase, Intensify
-
Options Explanation:
-
Relish – রুচি; স্বাদ
-
Coarse – অসূক্ষ্ম; অমার্জিত
-
Increase – বৃদ্ধি; উপচয়
-
Decline – দুর্বলতর হওয়া; হ্রাস পাওয়া (সঠিক সমার্থক)
-
-
Example Sentences:
-
The moon wanes every night until the new moon appears.
-
His interest in the project began to wane after a few weeks.
-
Popularity of that singer started to wane as new artists emerged.
-
0
Updated: 2 months ago
A steady bread and butter _____ necessary to support a family.
Created: 1 month ago
A
are
B
is
C
being
D
have
বাক্যটি “A steady bread and butter is necessary to support a family” থেকে বোঝা যায় যে একটি স্থিতিশীল জীবিকা পরিবারের জন্য অপরিহার্য। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Bread and butter একটি idiomatic expression, যার অর্থ হলো জীবিকা বা আয়ের প্রধান উৎস; the way someone earns the money needed to live।
-
যদিও “bread” এবং “butter” দুটি পৃথক শব্দ, একসাথে এটি singular অর্থ বহন করে।
-
এজন্য এর সাথে is ব্যবহার করা হয়, কারণ এটি একটি বিষয় বোঝায় — অর্থাৎ জীবিকা।
-
বাক্যটি ব্যাকরণগত এবং অর্থগত দিক থেকে সঠিকভাবে গঠিত হয়েছে is ব্যবহারে।
-
Other options:
-
ক) are – singular অর্থে ব্যবহারের জন্য ভুল।
-
গ) being – বাক্যের গঠন অনুযায়ী অপ্রাসঙ্গিক এবং ভুল।
-
ঘ) have – বহুবচনের জন্য ব্যবহৃত হয়, এখানে উপযুক্ত নয়।
-
0
Updated: 1 month ago