What is the antonym of “Obstinate”?
A
Stubborn
B
Flexible
C
Firm
D
Strict
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) Flexible।
Obstinate একটি adjective, যার অর্থ একগুঁয়ে বা জেদি; এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি যুক্তি, কারণ বা প্ররোচনার বিপরীতে নিজের মতামত বা সিদ্ধান্তে অদম্য থাকেন। Flexible এর অর্থ হলো নমনশীল বা আনম্য; এমন ব্যক্তি বা বস্তু যা সহজে মানিয়ে নিতে বা বাঁকতে পারে।
-
Obstinate (Adj)
-
Bangla Meaning: একগুঁয়ে; জেদি
-
English Meaning: stubbornly adhering to an opinion, purpose, or course in spite of reason, arguments, or persuasion
-
-
Flexible (Adj)
-
Bangla Meaning: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়
-
English Meaning: capable of being flexed; pliant
-
Other options:
-
ক) Stubborn
-
Bangla Meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
-
English Meaning: unreasonably or perversely unyielding; mulish
-
-
গ) Firm
-
Bangla Meaning: দৃঢ়; কঠিন; শক্ত; ঘন; টানটান
-
English Meaning: securely or solidly fixed in place
-
-
ঘ) Strict
-
Bangla Meaning: শক্ত; কড়া; আনুগত্য বা সঠিক আচরণ প্রত্যাশী
-
English Meaning: stringent in requirement or control
-
0
Updated: 1 month ago
He need not ____ the work today.
Created: 1 month ago
A
to finish
B
finished
C
finish
D
finishes
Complete sentence: He need not finish the work today.
-
ব্যাখ্যা:
-
Negative sentence-এ যখন need modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন need এর পরে not আসে এবং to infinitive ব্যবহার করা হয় না।
-
অর্থাৎ, need not + base verb structure ব্যবহৃত হয়।
-
এই ক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
-
-
Need-এর ব্যবহার:
-
Need বাক্যে মূল verb হিসেবেও ব্যবহার হয় এবং modal হিসেবেও, তাই এর সাধারণ নাম semi-modal।
-
Negative বা অবশ্যমূলক না বোঝাতে mostly need not ব্যবহার করা হয়।
-
-
উদাহরণ:
-
You needn’t take off your shoes.
-
You need not spend a lot of money on presents.
-
-
ভুল অপশনগুলো:
-
to finish — modal “need” হলে “to” লাগে না
-
finished — past participle, এখানে ভুল
-
finishes — need এর সাথে কখনো s/es যুক্ত হয় না
-
0
Updated: 1 month ago
Identify the word that serve as both a noun and an adjective.
Created: 2 months ago
A
Content
B
Triumph
C
Victory
D
Conquer
Content (noun)
-
English Meaning:
-
The things that are held or included in something.
-
A list of the chapters or sections given at the front of a book or periodical.
-
The material dealt with in a speech, literary work, etc., as distinct from its form or style.
-
A happy and satisfied feeling.
-
-
Bangla Meaning:
-
অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র; ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
-
তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
-
-
Example Sentences:
-
I showed him the contents of my pocket.
-
The content of a barrel / the silver content of a coin.
-
Content (adjective)
-
English Meaning: Pleased with your situation and not hoping for change or improvement.
-
Bangla Meaning: তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
-
Example Sentence: I am content with my present job.
Other options discussion:
-
Conquer (verb-transitive)
-
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force; or to defeat someone in a game or competition.
-
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা; পরাজিত করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা।
-
Adjective form: Conquerable
-
Example: Akbar conquered the whole of India. / She has conquered the hearts of many men.
-
-
Victory (noun)
-
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
-
Bangla Meaning: জয়; বিজয়।
-
Adjective form: Victorious
-
Example: The general led the troops to victory.
-
-
Triumph (noun)
-
English Meaning: A great victory or achievement.
-
Bangla Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
-
Adjective forms:
-
Triumphal (বিজয়ঘটিত)
-
Triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)
-
-
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
-
-
Triumph (verb)
-
English Meaning: Achieve a victory; be successful.
-
Bangla Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
-
Example: Spectacle has once again triumphed over content.
-
Source:
-
Oxford Learner's Dictionary
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 2 months ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture
0
Updated: 2 months ago