Choose the correct sentence:
A
The manager, along with his assistants, are attending the meeting.
B
The manager, along with his assistants, is attending the meeting.
C
The manager along with assistants are attending the meeting.
D
The manager and his assistants is attending the meeting.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) The manager, along with his assistants, is attending the meeting। যখন "along with", "together with", "as well as" ইত্যাদি phrase ব্যবহৃত হয়, তখন verb মূল subject অনুযায়ী নির্ধারিত হয়। এখানে "The manager" হলো মূল subject, যা singular। "along with his assistants" কেবল অতিরিক্ত তথ্য; এটি verb-এর উপর প্রভাব ফেলে না। তাই verb হবে is।
-
ক) The manager, along with his assistants, are attending the meeting
-
ভুল, কারণ "manager" singular subject হলেও are ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The manager along with assistants are attending the meeting
-
ভুল, একই কারণে are ব্যবহার করা ভুল, এবং "assistants" এর আগে his না থাকায় স্পষ্টতা কমেছে।
-
-
ঘ) The manager and his assistants is attending the meeting
-
ভুল, কারণ "manager and his assistants" একটি plural subject; তাই is নয়, are হওয়া উচিত।
-

0
Updated: 15 hours ago
If she had more free time, she _______ to cook Italian food.
Created: 3 weeks ago
A
would learned
B
have learned
C
would have learned
D
would learn
Complete sentence: If she had more free time, she would learn to cook Italian food.
-
এই বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।
Second Conditional-এর নিয়ম:
-
If + past indefinite tense, subject + would/could/might + verb (base form) + …
-
অর্থাৎ, If যুক্ত clause-এ past indefinite tense থাকবে, এবং পরবর্তী clause-এ subject + would/could/might + verb (base form) ব্যবহার হবে।
এখানে:
-
had হলো মূল verb (past indefinite)
-
would learn হলো পরবর্তী clause-এর ক্রিয়া, যা শর্ত পূরণের সম্ভাবনা নির্দেশ করছে।

0
Updated: 3 weeks ago
Transform it into a compound sentence:
Because he was late, he missed the train.
Created: 1 week ago
A
He was late, so he missed the train.
B
He missed the train although he was late.
C
He was late and he missed the train.
D
He was not on time as he missed the train.
এই প্রশ্নে complex sentence-কে compound sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He was late, so he missed the train.
-
মূল বাক্য: Because he was late, he missed the train.
-
এখানে “because” একটি subordinating conjunction, যা এটিকে complex sentence বানিয়েছে।
-
Compound sentence গঠনের জন্য দুটি স্বাধীন clause ব্যবহার করতে হয় এবং সেগুলো coordinating conjunction দ্বারা যুক্ত হয়।
-
তাই subordinate clause বাদ দিয়ে কারণ-ফলাফল প্রকাশের জন্য so ব্যবহার করা হয়েছে।
-
রূপান্তরিত বাক্য: He was late, so he missed the train. → “সে দেরি করেছিল, তাই সে ট্রেন মিস করল।”
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
খ) He missed the train although he was late → এটি complex sentence, কারণ “although” subordinating conjunction।
-
গ) He was late and he missed the train → এটি compound sentence হলেও মূল বাক্যের cause-effect সম্পর্ক (কারণ–ফলাফল) স্পষ্ট হয় না।
-
ঘ) He was not on time as he missed the train → অর্থ উল্টো হয়ে গেছে এবং এটি complex sentence।

0
Updated: 1 week ago
There is only ____ water in the bottle.
Created: 1 month ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)

0
Updated: 1 month ago