What is the synonym of “Noxious”?
A
Harmless
B
Pleasant
C
Poisonous
D
Neutral
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) Poisonous। Noxious মানে অনিষ্টকর, ক্ষতিকর বা অপকারী; এটি শারীরিকভাবে ক্ষতি বা ধ্বংসের কারণ হতে পারে। Poisonous হলো এমন কিছু যা বিষময় বা বিষপূর্ণ এবং শোষিত বা খাওয়া হলে আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।
-
Noxious
-
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী
-
English Meaning: physically harmful or destructive to living beings
-
-
Poisonous
-
Bangla Meaning: নৈতিকভাবে ক্ষতিকর; বিষময়; বিষপূর্ণ
-
English Meaning: producing a toxic substance that causes injury or death when absorbed or ingested
-
Other options:
-
ক) Harmless
-
Bangla Meaning: ক্ষতি বা আঘাতহীন
-
English Meaning: free from harm, liability, or loss
-
-
খ) Pleasant
-
Bangla Meaning: সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
English Meaning: having qualities that tend to give pleasure; agreeable
-
-
ঘ) Neutral
-
Bangla Meaning: যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ
-
English Meaning: one that is neutral
-

0
Updated: 15 hours ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 1 month ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 3 weeks ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentence : Travellers ____ their reservation well in advance if they want to visit the St. Martin's island.
Created: 1 month ago
A
had better to get
B
had to better get
C
had better get
D
had better got
সঠিক উত্তর: had better get
পূর্ণ বাক্য:
Travellers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's island.
বাংলা অর্থ:
যাত্রীদের উচিত আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করা, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান।
Had better এর ব্যবহার
-
Had better এর পরে সবসময় verb-এর base form (মূল রূপ) ব্যবহৃত হয়।
-
এখানে had শব্দটি অতীতকালের মতো দেখালেও, এটি আসলে unreal past (অবাস্তব অতীত), যার দ্বারা বোঝানো হয় present বা future সময়ের উপদেশ/সতর্কতা।
-
অর্থ হয় "তবুও ভালো", "উচিত", বা "বরং করা ভালো"।
-
তাই, had better যুক্ত বাক্য অতীত নয়, বরং বর্তমান বা ভবিষ্যতের জন্য পরামর্শ বা সতর্কবার্তা প্রকাশ করে।
-
Had better এর পরে কখনোই to-infinitive বসে না।
বাক্যের গঠন (Structure)
Subject + had better / would better / had rather + verb-এর base form
উদাহরণ:
-
I had better meet him now.
(আমার এখনই তার সঙ্গে দেখা করা ভালো হবে।) -
You had better stay today.
(তোমার আজ থাকাই ভালো হবে।)
উৎস: Swan, Michael. Practical English Usage. Oxford University Press.

0
Updated: 1 month ago