What is the synonym of “Noxious”?
A
Harmless
B
Pleasant
C
Poisonous
D
Neutral
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) Poisonous। Noxious মানে অনিষ্টকর, ক্ষতিকর বা অপকারী; এটি শারীরিকভাবে ক্ষতি বা ধ্বংসের কারণ হতে পারে। Poisonous হলো এমন কিছু যা বিষময় বা বিষপূর্ণ এবং শোষিত বা খাওয়া হলে আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।
-
Noxious
-
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী
-
English Meaning: physically harmful or destructive to living beings
-
-
Poisonous
-
Bangla Meaning: নৈতিকভাবে ক্ষতিকর; বিষময়; বিষপূর্ণ
-
English Meaning: producing a toxic substance that causes injury or death when absorbed or ingested
-
Other options:
-
ক) Harmless
-
Bangla Meaning: ক্ষতি বা আঘাতহীন
-
English Meaning: free from harm, liability, or loss
-
-
খ) Pleasant
-
Bangla Meaning: সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
English Meaning: having qualities that tend to give pleasure; agreeable
-
-
ঘ) Neutral
-
Bangla Meaning: যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ
-
English Meaning: one that is neutral
-
0
Updated: 1 month ago
“Who's that?” In this sentence “that” is a/an-
Created: 2 months ago
A
pronoun
B
conjunction
C
adjective
D
adverb
That শব্দের ব্যবহার ও শ্রেণিবিভাগ
-
That শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়:
-
Determiner (Adjective)
-
Pronoun
-
Conjunction
-
Adverb
-
-
প্রশ্নে that demonstrative pronoun হিসেবে ব্যবহার হয়েছে।
-
Demonstrative pronoun এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। উদাহরণ:
-
“This is an apple.”
-
“That is my computer.”
-
“Who is that?” → “That is Mita.”
-
-
Demonstrative pronoun বাক্যের subject, direct object, indirect object বা prepositional object হিসেবে আসতে পারে। প্রশ্নের বাক্যে that একটি object হিসেবে এসেছে।
-
সুতরাং, সঠিক উত্তর: Pronoun।
-
-
অন্য প্রেক্ষাপটে that-এর ব্যবহার:
-
Adjective (Determiner)
-
যখন that কোনো noun কে modify করে।
উদাহরণ: “That house is mine.”
-
-
Adverb
-
যখন that অন্য adverb বা adjective কে modify করে।
উদাহরণ: “Do not go that far.” (far → adverb, that → modifies far)
-
-
Conjunction
-
যখন that দুটি clause যুক্ত করে।
উদাহরণ: “The weather was so bad that I stayed indoors.”
-
-
উৎস: Oxford Learner's Dictionaries
0
Updated: 2 months ago
The bridegroom arrived at the community center exactly ____ time.
Created: 1 month ago
A
on
B
in
C
by
D
with
এই বাক্যটি ‘on time’, ‘in time’, ‘with time’ এবং ‘by time’ ব্যবহারের মধ্যে পার্থক্য বোঝার জন্য একটি উদাহরণ হিসেবে ধরা হয়েছে। এখানে মূল বিষয় হলো সময় সম্পর্কিত শব্দগুলোর সঠিক ব্যবহার।
বাক্য: The bridegroom arrived at the community center exactly on time.
-
বাংলা অর্থ: বর একবারে ঠিক সময়ে কমিউনিটি সেন্টারে পৌঁছেছে।
On time (যথাসময়ে)
-
অর্থ: ঠিক নির্ধারিত সময়ে; যা নির্দিষ্ট মুহূর্তে হওয়া বা সম্পন্ন হওয়ার কথা ছিল।
-
উদাহরণ: My parents got to the house right on time.
-
The plane is expected to arrive on time (= when scheduled).
-
ব্যাখ্যা: ‘exactly’ শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে, নির্ধারিত সময়ের সাথে মিলিয়ে পৌঁছেছে, তাই এখানে on time সঠিক preposition।
In time (সময়ের আগে পৌঁছানো)
-
অর্থ: যথেষ্ট আগে কোনো কাজ বা ঘটনার জন্য পৌঁছানো।
-
উদাহরণ: I got home just in time - it's starting to rain.
-
I'm glad you got here in time to see Julie before she goes.
-
We arrived just in time for the show.
-
ব্যাখ্যা: এটি বোঝায় যে, কোনো পরিস্থিতিতে দেরি হওয়ার আগে ঠিক সময়ে পৌঁছানো হয়েছে।
With time (idiom)
-
অর্থ: সময়ের সাথে সাথে, ক্রমে।
-
উদাহরণ: Her condition should improve with time.
By-time (noun)
-
অর্থ: অবসর বা ফাঁকা সময়।
0
Updated: 1 month ago
Choose the antonym of "Deferential":
Created: 2 months ago
A
Obedient
B
Disrespectful
C
Praise
D
Submissive
• Deferential:
-
English meaning: showing that you respect somebody/something, especially somebody older or more senior than you.
-
Bangla meaning: শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ।
Options:
ক) Obedient: আজ্ঞানুবর্তী; বাধ্য।
খ) Disrespectful: অসম্মানজনক; অশ্রদ্ধাপূর্ণ।
গ) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
ঘ) Submissive: বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Deferential" হলো Disrespectful।
Source: Accessible Dictionary.
0
Updated: 2 months ago