What does “Jocular” mean?
A
Serious
B
Humorous
C
Jealous
D
Sad
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) Humorous। Jocular একটি adjective, যার অর্থ রসিকতাপ্রিয় বা রসিক। এটি সাধারণত এমন কিছু বোঝায় যা মজা হিসেবে বলা বা করা হয় এবং playful বা হাস্যরসাত্মক হয়।
-
Jocular (Adj)
-
Bangla Meaning: রসিকতাপ্রিয়; রসিক
-
English Meaning: said or done as a joke; characterized by jesting; playful
-
-
Humorous (Adj)
-
Bangla Meaning: রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক
-
English Meaning: full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous; full of or characterized by humor; funny
-
Other options:
-
ক) Serious
-
Bangla Meaning: গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল
-
English Meaning: thoughtful or subdued in appearance or manner; sober
-
-
গ) Jealous
-
Bangla Meaning: অধিকার বা প্রণয়ের সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ; ঈর্ষাকাতর; ঈর্ষাপরায়ণ
-
English Meaning: hostile toward a rival or one believed to enjoy an advantage; envious
-
-
ঘ) Sad
-
Bangla Meaning: অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ
-
English Meaning: affected with or expressive of grief or unhappiness; downcast
-

0
Updated: 15 hours ago
A small shelter for dogs is known as -
Created: 1 month ago
A
Hangar
B
Kennel
C
Hutch
D
Creche
• The correct answer is: খ) Kennel
-
Bangla Meaning: কুকুর রাখার ঘর
-
English Meaning: a shelter for a dog or cat
-
Explanation: Kennel is a small shelter or house for dogs. It is used to keep dogs safe and comfortable.
• Other options:
ক) Hangar
-
A large building for housing aircraft, not for dogs.
গ) Hutch
-
A small shelter for rabbits or small animals, not specifically dogs.
ঘ) Creche
-
A daycare center, usually for children.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 1 month ago
He need not ____ the work today.
Created: 6 days ago
A
to finish
B
finished
C
finish
D
finishes
Complete sentence: He need not finish the work today.
• Negative sentence এ
‘need’ modal auxiliary হিসেবে
ব্যবহৃত হলে need এর পরে not বসে
এবং এর পরে to বসাতে
হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার
উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো
s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও
ব্যবহৃত হয় তাই এর
সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no
obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
ভুল অপশনগুলো:
- to finish — "need" modal হলে
"to" লাগে না।
- finished — past participle, যা
এখানে ভুল।
- finishes — need এর সাথে কখনো s/es যুক্ত
হয় না।

0
Updated: 6 days ago
Gulliver's Travels is written by -
Created: 1 week ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 week ago