What is the antonym of the word “Inevitable”?
A
Unavoidable
B
Uncertain
C
Unplanned
D
Avoidable
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ঘ) Avoidable।
Inevitable (Adj)
-
Bangla Meaning: অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য
-
English Meaning: incapable of being avoided or evaded
Avoidable
-
Bangla Meaning: পরিহারযোগ্য; পরিহরণীয়
-
English Meaning: to keep away from; shun
Other options:
-
ক) Unavoidable
-
Bangla Meaning: এড়ানো যায় না এমন; অনিবার্য; অপরিহার্য; অনতিক্রম্য
-
English Meaning: not avoidable; inevitable
-
-
খ) Uncertain
-
Bangla Meaning: পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত
-
English Meaning: not known beyond doubt; dubious
-
-
গ) Unplanned
-
Bangla Meaning: অপরিকল্পিত
-
English Meaning: not expected or intended; not planned
-
0
Updated: 1 month ago
_______ summer, the park is busiest ________ Monday afternoons.
Created: 3 months ago
A
On/in
B
At/on
C
In/in
D
In/on
সঠিক উত্তর হল - In/on.
Complete sentence: In summer, the park is busiest on Monday afternoons.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময় "in" ব্যবহার হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে "on" ব্যবহার হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.
0
Updated: 3 months ago
The synonym of 'Dilapidated'-
Created: 1 month ago
A
Smart
B
Agitated
C
Shabby
D
Fortified
Dilapidated শব্দটির অর্থ ও সমার্থক বোঝার জন্য আমরা এর সংজ্ঞা ও প্রাসঙ্গিক অপশনগুলো বিশ্লেষণ করি।
-
Dilapidated (adjective)
-
ইংরেজি অর্থ: old and in poor condition; (esp. of a structure) in bad condition and needing repair
-
বাংলা অর্থ: জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
দেওয়া অপশনগুলো:
-
ক) Smart - চটপটে; ছিমছাম
-
খ) Agitated - উত্তেজিত; বিক্ষুব্ধ
-
গ) Shabby - জীর্ণ; হীন; নিকৃষ্ট
-
ঘ) Fortified - সুরক্ষিত; সমর্থন করা; উত্কর্ষবৃদ্ধি করা
-
-
অপশনগুলোর অর্থ অনুযায়ী, Dilapidated এর সমার্থক শব্দ হলো Shabby।
0
Updated: 1 month ago
The teacher asked the students _________.
Created: 2 months ago
A
to sat down
B
to sitting down
C
to sit down
D
to be sit down
Infinitive after Certain Verbs
-
কিছু verb এর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
-
এই verb গুলোর সাথে verb + ing ব্যবহার করা যায় না।
Common Verbs:
-
agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask, ইত্যাদি
Example:
-
Correct: The teacher asked the students to sit down.
-
Incorrect: The teacher asked the students sitting down.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
0
Updated: 2 months ago