Choose the correct sentence:
A
No sooner he had arrived than it started raining.
B
No sooner had he arrived when it started raining.
C
No sooner had he arrived than it started raining.
D
No sooner he arrived than it started to rain.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) No sooner had he arrived than it started raining। যখন বাক্যটি "No sooner" দিয়ে শুরু হয়, তখন এর গঠন হবে: No sooner + had + subject + verb এর past participle + than + বাক্যের ফলাফল। এখানে "No sooner had he arrived than it started raining" এই নিয়ম অনুযায়ী সঠিকভাবে গঠিত। "No sooner" এর পরে সর্বদা than ব্যবহার হয়, when নয়। এছাড়া “had he arrived” হলো inversion structure, যা "No sooner" ব্যবহারে প্রয়োজন।
-
ক) No sooner he had arrived than it started raining
-
ভুল, কারণ "No sooner" এর পরে inversion করা হয়নি।
-
-
খ) No sooner had he arrived when it started raining
-
ভুল, কারণ "No sooner" এর পরে than ব্যবহার হয়, when নয়।
-
-
ঘ) No sooner he arrived than it started to rain
-
ভুল, কারণ এখানে inversion হয়নি এবং সঠিক tense ব্যবহার করা হয়নি।
-

0
Updated: 15 hours ago
If she had more free time, she _______ to cook Italian food.
Created: 3 weeks ago
A
would learned
B
have learned
C
would have learned
D
would learn
Complete sentence: If she had more free time, she would learn to cook Italian food.
-
এই বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।
Second Conditional-এর নিয়ম:
-
If + past indefinite tense, subject + would/could/might + verb (base form) + …
-
অর্থাৎ, If যুক্ত clause-এ past indefinite tense থাকবে, এবং পরবর্তী clause-এ subject + would/could/might + verb (base form) ব্যবহার হবে।
এখানে:
-
had হলো মূল verb (past indefinite)
-
would learn হলো পরবর্তী clause-এর ক্রিয়া, যা শর্ত পূরণের সম্ভাবনা নির্দেশ করছে।

0
Updated: 3 weeks ago
Which of the following novels is written by Charles Dickens?
Created: 2 days ago
A
Pride and Prejudice
B
Jude the Obscure
C
The White Tiger
D
Our Mutual Friend
Our Mutual Friend হলো Charles Dickens-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস যা অর্থ, সামাজিক ভণ্ডামি এবং মানবীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে।
-
Novel: Our Mutual Friend
-
এটি Charles Dickens-এর শেষ সম্পূর্ণ উপন্যাস।
-
১৮৬৪–৬৫ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত এবং ১৮৬৫ সালে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসে মানুষের টাকার প্রতি লোভ, সামাজিক ভণ্ডামি এবং শ্রেণি বিভাজনের কাহিনি উঠে এসেছে।
-
কাহিনি শুরু হয় লন্ডনের টেমস নদীতে পাওয়া এক মৃতদেহকে কেন্দ্র করে।
-
উপন্যাসে দেখানো হয়েছে— কীভাবে অর্থ উত্তরাধিকার মানুষকে বদলে দেয় এবং কীভাবে ভালোবাসা, বন্ধুত্ব ও মানবিকতা অর্থলোভের অন্ধকার অতিক্রম করতে পারে।
-
-
Charles Dickens (1812-1870):
-
তিনি একজন ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সকল মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তার সাহিত্যিক গুণাবলীর কারণে তার খ্যাতি দ্রুত বিস্তৃত হয়।
-
-
প্রখ্যাত উপন্যাসসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Dombey and Son
-
Hard Times
-
-
Non-fiction:
-
American Notes
-
-
অন্য লেখকদের উল্লেখযোগ্য কাজ:
-
Pride and Prejudice – Jane Austen রচিত
-
Jude the Obscure – Thomas Hardy রচিত
-
The White Tiger – Aravind Adiga রচিত
-

0
Updated: 19 hours ago
Which of the following is correct?
Created: 2 weeks ago
A
Occurrance
B
Occurrence
C
Occurence
D
Occurannce
সঠিক উত্তর: খ) Occurrence
Occurrence
-
English Meaning: Something that happens.
-
Bangla Meaning: ঘটনা; ঘটনার ক্রিয়া বা ঘটনার ব্যাপার; সংঘটন।
Example Sentences:
-
Street-fights are an everyday occurrence in this area of the city.
-
Vandalism used to be a rare occurrence.
-
The occurrence of cancer increases with age.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago