Choose the correct sentence:
A
The news are true.
B
The news is true.
C
The news have been true.
D
The news were true.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) The news is true। "News" শব্দটি দেখতে বহুবচন মনে হলেও এটি একটি singular (uncountable) noun। তাই এর সঙ্গে is (singular verb) ব্যবহার করা হয়; are বা have ব্যবহার করা যাবে না। বাক্যটির অর্থ হলো "সংবাদটি সত্য।" The news are বা The news have বলা grammaticalভাবে ভুল।
-
ক) The news are true
-
ভুল, কারণ "news" singular noun হলেও "are" বহুবচন verb ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The news have been true
-
ভুল, কারণ "have" plural verb, যা "news" এর সঙ্গে ব্যবহার করা যায় না।
-
-
ঘ) The news were true
-
ভুল, কারণ "were" plural বা past plural verb, যা "news" এর জন্য উপযুক্ত নয়।
-

0
Updated: 15 hours ago
What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
Created: 6 days ago
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:

0
Updated: 6 days ago
What is the antonym of 'Exculpate'?
Created: 2 days ago
A
Incriminate
B
Abrogate
C
Discharge
D
Vindicate
Exculpate শব্দটির অর্থ ও বিপরীতার্থক বোঝার জন্য নিম্নলিখিত তথ্যগুলো প্রাসঙ্গিক।
-
Exculpate (Verb, transitive)
-
ইংরেজি অর্থ: Show or declare that (someone) is not guilty of wrongdoing
-
বাংলা অর্থ: অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া
-
-
দেওয়া অপশনগুলোর অর্থ:
-
ক) Incriminate - দোষারোপ করা; অভিযুক্ত করা
-
খ) Abrogate - (আনুষ্ঠানিক) ক্ষমতাবলে বাতিল/রদ/স্থগিত করা
-
গ) Discharge - দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া
-
ঘ) Vindicate - (বিবাদ বা আক্রমণের উপজীব্য কোনোকিছুর সত্যতা, ন্যায্যতা, যথার্থতা ইত্যাদি) প্রমাণ বা প্রতিপাদন করা
-
-
অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, Exculpate শব্দের বিপরীতার্থক হলো Incriminate।

0
Updated: 19 hours ago
Choose the correct sentence:
Created: 15 hours ago
A
The womens is in the park.
B
The women are in the park.
C
The womens are in the park.
D
The women is in the park.
সঠিক উত্তর হলো খ) The women are in the park।
-
Woman মানে একজন মহিলা (singular)
-
Women মানে একাধিক মহিলা (plural)
-
ইংরেজিতে "womens" বলে কোনো শব্দ নেই, তাই এটি ভুল
-
যেহেতু subject হলো women (plural), তাই verb হবে are
-
সুতরাং সঠিক বাক্য হলো: The women are in the park

0
Updated: 15 hours ago